ঢাকা: আগামী ৮-২২ ডিসেম্বর শ্রীলঙ্কায় বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এ আসরের জন্য প্রস্তুত হতে আগামীকাল (বুধবার, ১৯ অক্টোবর) থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল তিনটায় দলের হেড কোচ আব্দুল করিম জুয়েলের কাছে রিপোর্ট করেছেন ক্যাম্পে ডাক পাওয়া ২৩ ক্রিকেটার।
২৩ সদস্যের ক্যাম্পে আছেন এ বছর ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা সাইফ হাসান ও পিনাক ঘোষ।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন-
ব্যাটসম্যান (ওপেনিং)-মোহাম্মদ সাইফ হাসান, পিনাক ঘোষ, সজিবুল ইসলাম, জালাল উদ্দিন রুমি।
ব্যাটসম্যান (মিডলঅর্ডার)-আতিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল আলম, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান মারুফ, মো: রাকিব।
উইকেটরক্ষক-মাহিদুল ইসলাম অঙ্কন, মো: আকবর আলী।
স্পিন বোলার-নাঈম হাসান, সাখাওয়াত হোসেন সিমন, সিদ্দিকুর রহমান শাওন, শাহাদাত হোসেন হৃদয়।
পেস বোলার-কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরফাত মিশু, মো: রনি, গোলাম রাব্বি ফাহিম, মনিরুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ আব্দুল হালিম, হাসান মাহমুদ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি