ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ইনিংসে আমরা ৩০০ প্লাস রান করতে চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
প্রথম ইনিংসে আমরা ৩০০ প্লাস রান করতে চাই ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘আমরা সেশন বাই সেশন ভালো খেলে এগোতে চাই। তবে এটা ঠিক প্রথম ইনিংসে যারা লিড নেবে তারাই পুরো টেস্টে নেতৃত্ব দেবে।

প্রথম ইনিংসে ৩০০ প্লাস রান করতে চাই। ’ বলছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় খেলা শুরু হবে। দ্বিতীয় টেস্ট মিরপুরে ২৮ অক্টোবর থেকে।  

বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, ‘টেস্টে দীর্ঘ বিরতিটা আমাদের জন্য সমস্যা হবে না। কারণ আমরা খেলার মধ্যেই ছিলাম। টেস্ট না খেললেও ওয়ানডেটা নিয়মিত খেলেছি। তাই আমাদের সমস্যা হবে না। '

টেস্টের প্রস্তুতিতে কয়েকদিনের টানা প্রস্তুতির কথাও তুলে ধরেন মুশফিক, ‘টেস্ট প্রস্তুতিতে আমাদের যে ঘাটতিটা ছিলো তা কাটিয়ে উঠতে গত কয়েকদিনের টানা অনুশীলনে নিজেদের তৈরি করেছি। আমরা ইংল্যান্ডের বিপক্ষে টেস্টকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ’

সিনিয়রদের পাশাপাশি নতুনদের ওপরও অগাধ আস্থা রাখছেন মুশফিক, ‘ইনশাআল্লাহ সবাই খুব ভালো ফর্মে আছে। সিনিয়রদের পাশাপাশি জুনিয়ররাও ভালো খেলার জন্য তেঁতে আছে। সেটা মাঠে প্রতিফলন ঘটাতো পারলেই হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর১৯, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।