চট্টগ্রাম: ‘আমরা সেশন বাই সেশন ভালো খেলে এগোতে চাই। তবে এটা ঠিক প্রথম ইনিংসে যারা লিড নেবে তারাই পুরো টেস্টে নেতৃত্ব দেবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় খেলা শুরু হবে। দ্বিতীয় টেস্ট মিরপুরে ২৮ অক্টোবর থেকে।
বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, ‘টেস্টে দীর্ঘ বিরতিটা আমাদের জন্য সমস্যা হবে না। কারণ আমরা খেলার মধ্যেই ছিলাম। টেস্ট না খেললেও ওয়ানডেটা নিয়মিত খেলেছি। তাই আমাদের সমস্যা হবে না। '
টেস্টের প্রস্তুতিতে কয়েকদিনের টানা প্রস্তুতির কথাও তুলে ধরেন মুশফিক, ‘টেস্ট প্রস্তুতিতে আমাদের যে ঘাটতিটা ছিলো তা কাটিয়ে উঠতে গত কয়েকদিনের টানা অনুশীলনে নিজেদের তৈরি করেছি। আমরা ইংল্যান্ডের বিপক্ষে টেস্টকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ’
সিনিয়রদের পাশাপাশি নতুনদের ওপরও অগাধ আস্থা রাখছেন মুশফিক, ‘ইনশাআল্লাহ সবাই খুব ভালো ফর্মে আছে। সিনিয়রদের পাশাপাশি জুনিয়ররাও ভালো খেলার জন্য তেঁতে আছে। সেটা মাঠে প্রতিফলন ঘটাতো পারলেই হবে। ’
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর১৯, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম