চট্টগ্রাম: সাকিব আল হাসান আগেই বলেছেন, প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশের আছে। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠেও একই সুর, ‘২০ উইকেট নেবার মতো বোলার আমার আছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বোলারদের ওপর আস্থার জানান দেন মুশফিক। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় খেলা শুরু হবে।
তবে কালকের ম্যাচের বোলিং কম্বিনেশন কি হবে তা এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন মুশফিক, ‘আবহাওয়ার কারণে উইকেটের চরিত্র ঘন ঘন বদলাচ্ছে। তাই এখনো বোলিং কম্বিনেশন ঠিক করা হয় নি। ’
বৃহস্পতিবার সকালে উইকেট দেখে বেস্ট বোলিং কম্বিনেশনটাই করা হবে। এ ব্যাপারে মুশফিকের ভাষ্য, ‘আমার দলের সব বোলারই ভালো ফর্মে আছেন। তাই সবার প্রতি আমার আস্থা রয়েছে। ’
সাকিব-তাইজুল-সাব্বির-শুভাগত-শফিউল-মিরাজ-রাব্বিদের সামনে কোচের উদ্বেগ দূর করার চ্যালেঞ্জ! এর আগে টেস্টে ২০ উইকেট নেওয়ার মতো বোলার পাচ্ছেন না বলে মন্তব্য করছিলেন চন্ডিকা হাতুরুসিংহে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম