ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

'অনেকদিন পর 'ক্যাপ্টেন' ডাক শুনছি'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
'অনেকদিন পর 'ক্যাপ্টেন' ডাক শুনছি' মুশফিকুর রহিম-ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সর্বশেষ গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। প্রায় ১৪ মাস পর ইংল্যান্ড সিরিজ দিয়ে বৃহস্পতিবার থেকে আবার টেস্টে ফিরছে টাইগাররা।

দীর্ঘ এ বিরতির কারণে 'ক্যাপ্টেন' ডাকটা প্রায় ভুলেই গিয়েছিলেন টেস্টে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

একটা সময় তিন ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিলেও প্রায় দু বছর আগ থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্বটা মাশরাফির হাতেই হাতবদল হয়েছে। তাই কেবল টেস্ট এলেই অধিনায়কত্বের ডাক পড়ে মুশফিকুর রহিমের।

অন্যদিকে বাংলাদেশ গত একটা বছর একের পর এক ওয়ানডে সিরিজ খেললেও টেস্ট খেলাই হয়নি। তাই স্বাভাবিকভাবে অধিনায়ক হিসেবে দীর্ঘদিন সংবাদ সম্মেলেনে আসা হয়নি মুশফিকের।

টেস্ট শুরুর আগের দিন অর্থাৎ বুধবার সংবাদ সম্মেলনে এসে তাকে সাংবাদিকরা ক্যাপ্টেন সম্বোধন করতেই, মুশফিক হেসে বলে ওঠেন 'অনেকদিন পর ক্যাপ্টেন ডাক শুনলাম, ভালোই লাগল। আনন্দও হচ্ছে খুব। '

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।