ঢাকা: আগামী ০৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। দুই সপ্তাহ পরই ব্যাট-বলের লড়াই শুরু হয়ে যাবে অংশগ্রহণকারী সাতটি ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ থাকায় এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর মতো তারকা ক্রিকেটাররা।
গত আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতকাল তাদের অনুশীলন শুরু করেছে। বিকেএসপির চার নম্বর গ্রাউন্ড কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে অনুশীলন করে তারা।
বিকেএসপির আরেকটি মাঠে আগামীকাল থেকে অনুশীলন করবে এক বছর বিরতি দিয়ে বিপিএলে ফেরা রাজশাহী কিংস। দলটির ট্রেনার বাংলানিউজকে এ তথ্য দেন।
রাজশাহী কিংসের চার ক্রিকেটার রয়েছেন বাংলাদেশের ১৪ সদস্যের টেস্ট দলে-মমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান। এদের ছাড়াই বাকি ক্রিকেটারদের নিয়ে শুরু হবে দলটির অনুশীলন ক্যাম্প। অন্য দলগুলো শিগগিরিই শুরু করবে তাদের অনুশীলন
আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরুর আগে বুধবার (১৯ অক্টোবর) মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগত অনুশীলন করেছেন ঢাকা ডায়নামাইটসের সোহরাওয়ার্দী শুভ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন কুমার দাস, চিটাগং ভাইকিংসের নাজমুল হক মিলন, রাজশাহী কিংসের রকিবুল হাসান, রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন ও নাঈম ইসলাম।
বিপিএলে দল না পাওয়া শাহাদাত হোসেন রাজিব ও সাজেদুল ইসলামকেও দেখা গেছে একাডেমির নেটে বোলিং করতে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস