ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরাজ কৃতিত্ব দিলেন সোহেল ও রাজ্জাককে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
মিরাজ কৃতিত্ব দিলেন সোহেল ও রাজ্জাককে ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: অভিষেকে ৫ উইকেট নিয়ে উড়ন্ত সূচনা করা মেহেদী হাসান মিরাজ এত সাফল্যের পরেও পা মাটিতে রাখছেন। সফলতার জন্য কৃতিত্ব দিতে ভোলেননি তার দীর্ঘদিনের কোচ সোহেল ইসলাম ও ‘বড় ভাই’ জাতীয় দলের সাবেক বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজকে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে মিরাজকে তার অফস্পিনে এত উন্নতির কারণ জানতে চাইলে বলেন, ‘আমার কোচ সোহেল স্যারের কাছে আমি অনেক ‍ঋণী। তিনি আমাকে সেই অনূর্ধ্ব-১৫ থেকে গাইড করে আসছেন। এখনও অব্দি গাইড করে চলেছেন। স্যারকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত আমার পারফরম্যান্স দেখে স্যারও অনেক খুশী হয়েছেন। ’

মিরাজ কৃতিত্ব দিচ্ছেন আরও একজনকে। তিনি আব্দুর রাজ্জাক রাজ। একসময় বাংলাদেশ দলের বোলিংয়ের নেতৃত্ব ছিল যার হাতে।

মিরাজ বলেন, ‘আমি জাতীয় দলে সুযোগ পাওয়ায় রাজ ভাই অনেক খুশী হয়েছেন। তিনি আমার খবর নিয়েছেন সবসময়। আমি জাতীয় লীগে দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে খেলছি। তিনি আমাকে সবসময় গাইড করে আসছেন। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর ফোন করে ভালো জায়গায় বল রাখতে পরামর্শ দেন। আমি সোহেল স্যার ও রাজ ভাইয়ের কথামতো বোলিং করে গেছি। তাতেই সফলতা এসেছে। ’

মিরাজের পাশাপাশি বল হাতে কার্যকরী ভূমিকা রাখেন দুই উইকেট নেওয়া সাকিব অাল হাসান। দিন শেষে ইংলিশদের সংগ্রহ সাত উইকেটে ২৫৮।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।