ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় দিনের প্রথম বলেই উইকেট উল্লাসে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
দ্বিতীয় দিনের প্রথম বলেই উইকেট উল্লাসে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

চট্টগ্রাম থেকে: প্রথম দিনে সাত উইকেট হারানো ইংল্যান্ডকে দ্রুত অলআউট করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। তাইজুল ইসলামের করা প্রথম ওভারের প্রথম বলেই লেগ শর্টে দাঁড়ানো মুমিনুল হকের তালুবন্দি হন ক্রিস উকস (৩৬)।

এ রিপোর্ট লেখা অবধি ইংলিশদের সংগ্রহ ৯৩ ওভার শেষে আট উইকেটে ২৫৮। আদিল রশিদ ৫ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে স্টুয়ার্ট ব্রড।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। মোট ৯২ ওভার মাঠে গড়ায়। টেস্ট অভিষেকেই মেহেদি হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পড়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ।

প্রথম দিনে একাই পাঁচটি উইকেট তুলে নেন মিরাজ। দিন শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ২৫৮। বাকি দু’টি নেন সাকিব আল হাসান।

প্রথম ইনিংসের দশম ওভারে বেন ডাকেটকে (১৪) ক্লিন বোল্ড করে ব্রেকথ্রু এনে দেন মিরাজ। পরের ওভারে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে (৪) ফেরান সাকিব আল হাসান। এ ম্যাচ দিয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়েন কুক।

এর পরের ওভারেই দলীয় ২১ রানে আরেকটি উইকেটের পতন ঘটে। টানা তিন ওভারে তিন উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে ইংলিশরা। গ্যারি ব্যালান্সকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ।

চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে প্রাথমিক চাপ সামাল দেন জো রুট ও মঈন আলী। ৩০তম ওভারে দু’জনের ৬২ রানের জুটি ভাঙেন মিরাজ। ইংল্যান্ডের ব্যাটিংস্তম্ভ রুটকে (৪০) সাব্বিরের ক্যাচে পরিণত করেন ১৮ বছরের এ উঠতি অলরাউন্ডার।

৪১তম ওভারে আবারো সাকিব আঘাত। এবার বেন স্টোকসের (১৮) স্টাম্প ভাঙেন টেস্টের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ১০৫ রানে পাঁচ উইকেট হারায় ইংলিশরা। কিন্তু জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ৮৮ রান যোগ করেন মঈন।

এদিন ‘ভাগ্যদেবী’ বোধ হয় মঈনের ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন! তিনবার আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান। বাংলাদেশেরও দু’টি রিভিউ আবেদন বিফলে যায়। তবে এতোবার জীবন পেয়েও লম্বা ইনিংস খেলতে পারেননি তিনি।

ম্যাচের ৬৮তম ওভারের শেষ বলে মঈনকে ফিরিয়ে দলে স্বস্তি এনে দেন মিরাজ। মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হওয়ার আগে ৬৮ রানের ইনিংস খেলেন ২৯ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। ৮২তম ওভারে অফস্পিন ভেল্কিতে আরেক ‘পথের কাটা’ বেয়ারস্টোকে (৫২) বোল্ড করার মধ্য দিয়ে পাঁচ উইকেটের অভিজাত ক্লাবে নাম লেখান মিরাজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ বেটি এবং স্টুয়ার্ট ব্রড।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।