ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ফেব্রুয়ারিতে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ফেব্রুয়ারিতে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ

ঢাকা: বোর্ডার-গাভাস্কার ট্রফির দিন-তারিখ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

চার ম্যাচ টেস্ট সিরিজের আগে অজিরা নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে। সিরিজের শেষ ম্যাচ খেলার একদিন পরই ভারতের উদ্দেশে রওয়ানা দেবে অজিরা। ভারতের মাটিতে এবারই প্রথমবারের মতো রাঁচি এবং ধর্মশালায় সাদা পোশাকে খেলবে স্টিভেন স্মিথরা।

এর আগে ভারতের মাটিতে চার ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এসে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। চলতি মৌসুমে ভারত ১৩টি টেস্ট, ৮টি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিজেদের মাটিতে।

আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টটি পুনেতে অনুষ্ঠিত হবে। মার্চের ০৪ তারিখ থেকে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। ১৬ মার্চ রাঁচিতে তৃতীয় আর ২৫ মার্চ ধর্মশালায় চতুর্থ ম্যাচ খেলবে ভারত-অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।