ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আমরা একটু এগিয়ে আছি: তামিম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
আমরা একটু এগিয়ে আছি: তামিম  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

জহুর আহম্মেদ স্টেডিয়াম থেকে: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ কিছুটা এগিয়ে আছে বলে মনে করছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের তোলা ২৯৩ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫ উইকেটে ২২১ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে।

ইংল্যান্ডের থেকে এখনও ৭২ রান দূরে থাকলেও টেস্টে বাংলাদেশের সহ-অধিনায়ক তামিম ইকবাল টাইগারদের কিছুটা এগিয়ে রাখছেন।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, এখনও আমরা হয়তো একটু এগিয়ে আছি। আমাদের আরও পাঁচটা উইকেট আছে। শনিবার সকালে যদি আমরা একটা ভালো সেশন পার করতে পারি, তাহলে আমরা হয়তো আরও ভালো অবস্থানে থাকবো।

চলমান টেস্টের প্রথম ইনিংসে এ পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে তামিম ইকবালের ব্যাটে। ১৭৯ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।