ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

যে কোনো কিছু হতে পারে: ওয়ালশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
যে কোনো কিছু হতে পারে: ওয়ালশ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: সাকিব, সাব্বির আর মিরাজের ওপর ভরসা করে আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল প্রথম ইনিংসে ১০০ রানের লিড আশা করেছিলেন। কিন্তু চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই অহেতুক উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে ফিরতে হয়েছে অপরাজিত ব্যাটসম্যান সাকিবকে (৩১ রান)।

সাকিব আউট হওয়ার পর পরেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

আগের দিনের ২২১ রানের সঙ্গে বাকি পাঁচ উইকেট হারিয়ে আর মাত্র ২৭ রান যোগ করতে পারে বাংলাদেশ। তাই ১০০ রানের লিড দূরে থাক, ইংল্যান্ডের প্রথম ইনিংস থেকে ৪৫ রান দূরে থাকতেই প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম ইনিংস আড়াইশ রানের আগেই গুটিয়ে যাওয়ার পেছনে তৃতীয় দিনের খেলা শুরুর প্রথম ওভারেই সাকিবের আউট হওয়াকে বড় কারণ হিসেবে দেখছেন অনেকেই।

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশকেও মুখোমুখি হতে হয়েছে সেই প্রশ্নের। তবে কৌশলী উত্তর দিয়েছেন ওয়ালশ।

ওয়ালশ জানান, ‘দিনের প্রথম ওভারেই সাকিব দুর্ভাগ্যবশত আউট হয়ে যাওয়ায় পরবর্তী ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি হয়। না হলে প্রথম ইনিংসটা আমাদের আরও বড় হতে পারতো। ’

তৃতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত বোলিং করেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বাংলাদেশের লেজটা একাই গুড়িয়ে দিয়েছেন এই ইংলিশ। পরে আবার ব্যাট হাতেও করেছেন ৮৫।

স্টোকস যেখানে এ ম্যাচে চার উইকেট তুলে নিয়েছেন সেখানে বাংলাদেশের দুই পেসার কামরুল ইসলাম রাব্বি এবং শফিউল ইসলাম এ পর্যন্ত দুই ইনিংসে হাত ঘুরিয়ে পেয়েছেন মাত্র এক উইকেট!
 
এ নিয়েও কথা বলতে হলো শফিউলদের গুরুকে।
এ বিষয়ে ওয়ালশ জানান, ‘বেন স্টোকস খুব ভালো বল করেছে। আমাদের শফিউল-রাব্বিরাও ভালো বল করেছে। কিন্তু স্পিন নির্ভর উইকেট হওয়ায় আমার পেসাররা উইকেট পায়নি। স্টোকস দীর্ঘদিন ধরে টেস্ট খেলার মধ্যে আছে। সেই অভিজ্ঞতাটা ভালো করার ক্ষেত্রে আজ কাজ দিয়েছে। ’

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দলীয় ৬২ রানেই পাঁচ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর বেন স্টোকস আর জনি বেয়ারস্টোর ১২৭ রানের জুটি বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। লক্ষ্যটাও নিয়ে গেছে অনেকদূর। তবে এখনও বাংলাদেশের সম্ভাবনা দেখছেন ওয়ালশ।

আশাবাদী ওয়ালশ জানান, ‘আগামীদিনের প্রথম সেশনটা আমাদের জন্য খুব জরুরি। তাদের খুব দ্রুত আউট করতে হবে। এরপর কয়েকটা পার্টনারশিপ করতে পারলে আমরা ভালো অবস্থানে চলে যেতে পারি। ম্যাচের এখনও সময় আছে। তাই যে কোনো কিছু হতে পারে। ’
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।