ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টেকনিকে গুরুত্ব দিচ্ছেন ক্যাপেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
টেকনিকে গুরুত্ব দিচ্ছেন ক্যাপেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে প্রথম সপ্তাহ শেষ করেছেন ইয়ান ক্যাপেল। এ সময়টায় পরখ করে নিয়েছেন ক্রিকেটারদের।

তাতে সন্তুষ্টিই ঝরেছে এই ইংলিশ কোচের কণ্ঠে।

আগামী ২৭ নভেম্বর থাইল্যান্ডে শুরু হবে নারীদের এশিয়া কাপ। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপ শুরুর বাকি আরও পাঁচ সপ্তাহ। এ সময়টায় ক্রিকেটারদের কঠোর অনুশীলনের মধ্যেই রাখতে চান ক্যাপেল। সামনের সময়ে সালমা-জাহানারাদের নিয়ে কিভাবে কাজ করবেন তার পরিকল্পনাও এঁটেছেন তিনি।  

শনিবার (২২ অক্টোবর) মিরপুরের একাডেমি মাঠে দলের ক্রিকেটারদের নিয়ে আরও একটি ব্যস্ত দিন পার করেন ক্যাপেল। পুরুষ নেট বোলারদের দিয়ে টপঅর্ডার ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন।  

অনুশীলন সেশন শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যাপেল জানান, ‘বাংলাদেশ দলের সঙ্গে প্রথম সপ্তাহটা দারুণ কেটেছে। কাল থেকে আরও কঠোর অনুশীলনে যেতে চাই। কিছু প্রস্তুতি ম্যাচও খেলবো আমরা। তার আগে মেয়েদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে ব্যাটিংয়ে প্ল্যান করতে হবে। ২০ ওভারকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। পাওয়ার প্লে’র ৬ ওভার। ৬ থেকে ১৩ এবং ১৪ থেকে ২০ এভাবে..। গেম প্ল্যান অনুযায়ী খেলতে হলে ব্যাটসম্যানের মনোভাব গুরুত্বপূর্ণ। কব্জির জোর হয়তো রান করতে সহায়ক হয়, কিন্তু আসল জিনিশটাই হলো মানসিকতা। ’

ব্যাটারদের ছন্দ ফেরাতে ব্যাকফুট, ফ্রন্টফুটের খেলাকেই গুরুত্ব দিচ্ছেন ক্যাপেল। জাতীয় দলের ক্রিকেটারদের যেন শেখাচ্ছেন নতুন করে! এত অল্প সময়ে ক্রিকেটারদের টেকনিক কতটা উন্নত করা যাবে-এমন প্রশ্নে ক্যাপেলের ঝটপট উত্তর, ‘ক্রিকেট জ্ঞানটাই এখানে আসল। কঠোর পরিশ্রমের ইচ্ছা নিয়ে যদি অনুশীলনে মনোনিবেশ করতে পারে, তাহলে সম্ভব। সব দিক থেকে চেষ্টাই ক্রিকেটারদের জন্য সহায়ক হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।