ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন হেয়ার স্টাইলে তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
নতুন হেয়ার স্টাইলে তাসকিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন নতুন হেয়ার স্টাইলে সবচেয়ে বেশি দেখা যায় ফুটবল মাঠের তারকাদের। কেউ পুরো ন্যাড়া তো কারো ডোরাকাটা চুল, কারো বা লম্বা চুলের বেনী।

পিছিয়ে নেই ক্রিকেটাররাও। এক্ষেত্রে অনেকটা এগিয়েই তাসকিন আহমেদ।

ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময়ে নতুন হেয়ার স্টাইল নিয়ে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের এ তরুণ পেসার। এবারের হেয়ার স্টাইল কিন্তু আগের চেয়ে বৈচিত্র্যপূর্ণ।  

দুই পাশের চুল ছোট রেখে (মোহাক কাট) সামনের চুলে স্পাইক কাট। স্পাইক করা চুলগুলো উজ্জ্বল বাদামি আর দুই সাইডের চুল হালকা বাদামি রং ব্যবহার করায় নতুন লুকটি পেয়েছে বাড়তি মাত্রা।

আগামী ০৪ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। এবারও তাসকিন খেলবেন চিটাগং ভাইকিংসে। বিপিএলের আগে ফিটনেস নিয়ে কাজ করতে রোববার (২৩ অক্টোবর) দুপুরে নতুন হেয়ার স্টাইলে মিরপুরে হাজির হন তাসকিন।  

নতুন হেয়ার কাট নিয়ে তাসকিন নিজেও রোমাঞ্চিত। বাংলানিউজকে  জানালেন, ‘কাউকে দেখে নয়; নিজেই বলেছি এভাবে চুল কেটে দিতে। বলতে পারেন এটা আমার নিজস্ব স্টাইল। বিপিএলে হয়তো এ রূপেই দেখা যাবে আমাকে। ’ 

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।