ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরের হাত ধরে জয়ের আশা হাতুরুসিংহের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
সাব্বিরের হাত ধরে জয়ের আশা হাতুরুসিংহের ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: চতুর্থ দিনেই চট্টগ্রাম টেস্টের ফলাফল হচ্ছে এমন ভাবনায় ছিলেন অনেকেই। কিন্তু না, ক্রিকেট দেবতা এ টেস্ট নিয়ে গেছেন পঞ্চম দিনেও! শেষ দিনেই নিশ্চিত হচ্ছে টেস্ট সিরিজে কারা এগিয়ে থাকছে।

 বাংলাদেশ না ইংল্যান্ড?
 
জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৩ রান। অন্যদিকে, ইংল্যান্ডের চাই দুই উইকেট। বাংলাদেশকে জয়ের  স্বপ্ন দেখাচ্ছে সাব্বির রহমানের অনবদ্য ৫৯ রানের অপরাজিত ইনিংস।  অপর প্রান্তে তাইজুল ইসলাম (১১ অপ.)।

স্বাভাবিকভাবে জয়ের জন্য পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে সাব্বিরের দিকেই। তেমনি সাব্বিরের ব্যাটের দিকে চেয়ে আছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।
 
চতুর্থ দিনের ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন হাতুরুসিংহে। টেস্ট সিরিজ শুরুর আগে তিনি বলেছিলেন তার ২০ উইকেট নেওয়ার মতো বোলিং কম্বিনেশন নেই। তবে ক্রিকেটারা মাঠেই কোচের সেই কথাকে মিথ্যা প্রমাণ করেছেন। হয়তো ক্রিকেটারদের তাঁতিয়ে দেওয়ার জন্যই কোচ অমনটা বলেছিলেন।

সংবাদ সম্মেলনে কোচের বক্তব্যে তারই আভাস পাওয়া গেল, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুবই সন্তুষ্ট। তারা ২০ উইকেট তুলে নিয়েছে। চতুর্থ দিন পর্যন্ত আমরা ম্যাচে আছি। এটা বিরাট পাওয়া। ’

বাংলাদেশের প্রথম ইনিংসটা বড় না হওয়াতে আক্ষেপ ঝরেছে ক্রিকেটপ্রেমীদের কণ্ঠে। সেই আক্ষেপ দেখা গেল হাতুরুসিংহের কথাতেও, ‘প্রথম ইনিংসটাতে আমরা কিছু রান লিড নিতে পারলে অনেক এগিয়ে থাকতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। ’
 
এখনও ম্যাচে আছেন মন্তব্য করে খেলোয়াড়দের প্রশংসা করেছেন বাংলাদেশ কোচ, ‘আমি অনেক প্রতিযোগিতাপূর্ণ টেস্ট ম্যাচ দেখেছি। তার মধ্যে এটিকেও অন্যতম সেরা ম্যাচ হিসেবে রাখবো। এই উইকেটে খেলা অনেক কঠিন। কিন্তু আমার ছেলেরা দুর্দান্ত খেলেছে। বিশেষ করে সাব্বির অনেক প্রেশারের মধ্যেও দুর্দান্ত খেলেছে। এছাড়া মুশফিক, ইমরুল ও তামিম খুব ভালো ইনিংস খেলেছে। ’
 
এই টেস্টে জেতা যাবে তো এমন প্রশ্নে হাতুরুসিংহে বলেন, ‘সবাই জিততে চায়। এখনও আমাদের দুটি উইকেট আছে। পঞ্চমদিন সকালে বলের মেরিট অনুযায়ী খেলতে পারলে জেতাটা আমাদের জন্য কঠিন হবে না। ’
 
দীর্ঘ বিরতির পর ইংল্যান্ডের মতো টেস্ট খেলুড়ে দলকে এভাবে চেপে রাখতে পেরে খুশি হাতুরুসিংহে, ‘এটা খুব ভালো একটা টেস্ট হচ্ছে। ছেলেরা সবাই দুর্দান্ত খেলছে। এই কঠিন উইকেটে আমরা এখনও ম্যাচে আছি এটা অনেক বড় ব্যাপার। ’
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।