ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিডের পাহাড়ে সিরিজ জয়ের পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
লিডের পাহাড়ে সিরিজ জয়ের পথে পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে শক্ত অবস্থানে পাকিস্তান। রোববার (২৩ অক্টোবর) আবুধাবিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে লিড দাঁড়িয়েছে ৩৪২।

হাতে আরো ৯ উইকেট।  

স্কোর: পাকিস্তান - ৪৫২ ও ১১৪/১ (৩৯ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ - ২২৪

প্রথম টেস্টের ত্রিপল সেঞ্চুরিয়ান আজহার আলী ৫২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। অপর প্রান্তে আসাদ শফিক (৫ অপ.)। অর্ধশতক করে শ্যানন গ্যাব্রিয়েলের বলে শাই হোপের গ্লাভসবন্দি হন ওপেনার সামি আসলাম (৫০)।

নিজেদের প্রথম ইনিংসে ইউনিস খানের সেঞ্চুরি ও মিসবাহ-সরফরাজ-আসাদ শফিকের তিন ফিফটিতে সবকটি উইকেট হারিয়ে ৪৫২ রান করে পাকিস্তান। চার রানের জন্য শতক বঞ্চিত হন অধিনায়ক মিসবাহ উল হক।

জবাবে ২২৪-এ থেমে যায় ক্যারিবীয়রা। তাই সিরিজ বাঁচাতে ব্রাভো-স্যামুয়েলসের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এর আগে দুবাই টেস্টে ৫৬ রানের জয় তুলে নেয় মিসবাহর দল।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।