ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বুড়ো’ হেরাথের কাঁধে লঙ্কার নেতৃত্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
‘বুড়ো’ হেরাথের কাঁধে লঙ্কার নেতৃত্ব রঙ্গনা হেরাথ-ছবি:সংগৃহীত

ঢাকা: লেগ স্পিনার রঙ্গনা হেরাথ যেন ক্যারিয়ারের শেষ দিকেই বেশি আলো ছড়াচ্ছেন। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি তার নামের পাশে এবার যোগ হচ্ছে শ্রীলঙ্কান দলের নেতৃত্ব।

মূলত নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সহ-অধিনায়ক দিনেশ চান্দিমালের ইনজুরির কারণেই আসছে জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজের জন্য দলনেতা হচ্ছেন বাঁহাতি হেরাথ।

সোমাচন্দ্র ডি সিলভার পর দ্বিতীয় কোনো বয়স্ক লঙ্কান হিসেবে দলনেতা হচ্ছেন হেরাথ। ১৯৮৩ সালে ৪০ বছর বয়সে অধিনায়ক হয়েছিলেন ডি সিলভা। আর হেরাথের বর্তমান বয়স ৩৮।

হেরাথ এখন পর্যন্ত ৭৪ টেস্টে ৩৩২টি উইকেট পেয়েছেন। এর আগে তিনি জাতীয় দলের হয়ে ৭১টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্টে আরও বেশি মনোযোগী হতে রঙ্গিন পোশাককে ইতোমধ্যে বিদায় জানিয়েছেন তিনি।

আগামী ২৯ অক্টোবর হারারেতে শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।