ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হারের মধ্যেও অনেক পাওয়া দেখছেন মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
হারের মধ্যেও অনেক পাওয়া দেখছেন মুশফিক ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রানে হার। হারের পার্থক্যটা যত কমই হোক না কেন, হার তো হারই।

দিন শেষে ওই স্কোরবোর্ডটাই নেবে সবাই। কিন্তু এই হারের মধ্যেও অনেক পাওয়া খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

তখন ম্যাচ শেষ হয়েছে ১৫ মিনিটের কিছু বেশি। তোড়জোড় চলছে টিম বাস ধরার। এর মধ্যেই বাংলাদেশের ‘বিধ্বস্ত’ অধিনায়ক আসেন সংবাদ সম্মেলনে।
 
বাংলাদেশ দলপতি মুশফিক জানান, ‘আমরা হেরেছি। তবে অনেক সময় হারার মধ্যেও অন্যরকম অনুভূতি থাকে। এই ম্যাচটা তেমনিই। আমরা প্রায় ১৫ মাস পর টেস্ট খেলতে নেমেছি। সবাই আমাদের দিকে তাকিয়ে ছিল। এটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ ছিল। তবে আমরা চারদিন ধরে ইংল্যান্ডের সঙ্গে সমানে সমান খেলে প্রমাণ করতে পেরেছি দীর্ঘ বিরতির পরেও আমরা খুব ভালো খেলতে পারি। ’

এই ম্যাচে অনেক পাওয়া দেখছেন উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক জানান, ‘আমাদের জন্য ম্যাচটা সহজ ছিল না। কিন্তু এই ম্যাচের মধ্যে দিয়ে আমাদের অনেক বড় শিক্ষা হলো। প্রথম ইনিংসে মিরাজ দুর্দান্ত বল করেছে। পুরো ম্যাচে ইমরুল, তামিম ভালো ব্যাটিং করেছে। তামিম স্বাভাবিকভাবে ওভাবে খেলে অভ্যস্ত নয়। তারপরেও সতর্ক থেকেই অসাধারণ ইনিংস খেলেছে সে। ’

হেরে যাওয়ায় স্বাভাবিকভাবে খারাপ লাগছে বলে বাংলাদেশ অধিনায়ক এরপরেই জানান, ‘এই ম্যাচের শিক্ষাটাই পরবর্তী ম্যাচে আমাদের ভালো খেলার তাগাদা জোগাবে। ’
 
ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৮৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস থামে ২৬৩ রানের মাথায়। থামতে হয় ২২ রান দূরে থাকতেই।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।