জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: লিড না হোক, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসটা যদি ইংল্যান্ডের প্রথম ইনিংসের কাছাকাছি হতো-তা হলে এই টেস্ট ২২ রানে হারতে হতো না। এমন আক্ষেপেই ভাসছে চারদিকে।
বাংলাদেশের সামনে সুযোগ ছিল প্রথম ইনিংসটা আরও বড় করার। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই সাকিবের ‘অহেতুক’ উড়িয়ে মারতে গিয়ে-আউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসটা আর বড় হয়নি বাংলাদেশের।
প্রথম ইনিংসে ৪৫ রানে পিছিয়ে না থাকলে বাংলাদেশ জিতে যেতে পারতো চতুর্থ দিনেই! ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তাই মুশফিকুর রহিমও সেই আক্ষেপের কথাই বললেন।
মুশফিকের দৃষ্টিতে, ‘প্রথম ইনিংসে লিড না হোক, আমরা যদি ২৯০ কিংবা ২৮০ করতে পারতাম এই টেস্টে হয়তো আমরা জিতেও যেতাম। প্রথম ইনিংসে ৪৫ রানে পিছিয়ে থাকাতেই আমাদের এই ম্যাচ থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে। ’
মুশফিকের আক্ষেপ দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস আর জনি বেয়ারস্টোর ১২৭ রানের অসমান্য জুটিটা নিয়েও, ‘টেস্ট ক্রিকেটে বড় কয়েকটা জুটি হবে তা স্বাভাবিক। কিন্তু আমরা মাত্র ৬২ রানে ওদের পাঁচ উইকেট ফেলে দিয়েছিলাম। এরপরেই বেন স্টোকস আর বেয়ারস্টোর বড় জুটিটা আমাদের লক্ষ্য বাড়িয়ে দিয়েছে। ওই জুটিটা আরও আগে ভেঙ্গে ফেলতে পারলে হয়তো আমরা এগিয়ে থাকতাম ম্যাচে। ’
মুশফিককে কথা বলতে হলো সাকিবের আউটটা নিয়েও, ‘সাকিব নিজেও বুঝতে পেরেছে তার ওভাবে আউট হয়ে যাওয়াটা ভুল হয়েছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে সে এখান থেকে শিক্ষা নিয়ে ভালো করতে পারবে। ’
এদিকে, পঞ্চম দিনে তাইজুলকে স্ট্রাইক দেওয়ার বিষয় নিয়েও নিজের অভিমদ ব্যক্ত করেন মুশফিক, ‘তাইজুল চতুর্থ দিনে খুব ভালো ব্যাটিং করেছে। তাই রানের দূরত্ব কমাতে তাইজুলকে স্টাইক দেওয়াটা টিম প্ল্যানে ছিল। ’
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম