ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

স্পিনে আমরা ভালো, প্রমাণ করেছি: স্টোকস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
স্পিনে আমরা ভালো, প্রমাণ করেছি: স্টোকস ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: বলতে গেলে ওয়ানডে সিরিজটার পর বাংলাদেশের প্রথম টেস্টের জয়টাও ছিনিয়ে নিয়েছেন তিনিই। সেটা ব্যাটে হোক কিংবা বোলিংয়ে।

ইংল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট সিরিজে দুটোতেই সমানে কথা বলছেন বেন স্টোকস।

মাঠের পারফরম্যান্সে প্রথম টেস্টে যথারীতি ম্যান অব দ্য ম্যাচ বেন স্টোকস।

ম্যাচ পরবর্তী ইংলিশ অলরাউন্ডার এই ম্যাচ জেতায় পুরোপুরি স্বস্তি পাচ্ছেন মন্তব্য করে বলেন, ‘আমি ব্যাটিংয়ে স্পিনারদের বিপক্ষে যে ভালো খেলতে পারি তা প্রমাণ করতে পেরেছি এই টেস্টে। এ জন্য আমি প্রত্যেক ম্যাচের পূর্বে কঠোর অনুশীলন করে গেছি। শুধু টেস্ট না, ওয়ানডেতেও। যার ফলাফল পেয়েছি আমি। ’

বাংলাদেশের বোলাররা খুব ভালো বল করেছে মন্তব্য করে বেন আরও বলেন, ‘তারা খুব ভালো জায়গায় বল ফেলছিল। যার ফলে খেলা কঠিন হয়ে যায়। তাই সময় নিয়ে বাজে বল পাওয়ার অপেক্ষায় থেকেছি। পেলেই ছক্কা-চার হাঁকিয়েছি। ’

বাংলাদেশ এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলেছে উল্লেখ করে বেন স্টোকস আরও বলেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিনারদের বিপক্ষে খুব ভালো খেলেছে। যার ফলে এমন উইকেটেও তারা চতুর্থ ইনিংসে দুর্দান্ত খেলেছে। ’

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।