ঢাকা: আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাসকিন আহমেদ ম্যাচ খেলেছেন ৬টি। উইকেট সংখ্যা ১০।
‘ফাস্ট বোলারদের জন্য ছন্দটা জুরুরি একটি বিষয়। তবে এখন আমার যেটা আছে সেটাও অনেক ভালো। টিম ম্যানেজমেন্ট সহযোগিতা করছে আমিও কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এভাবে চলতে থাকলে এবারের বিপিএলে ভালো কিছু হবে বলেই আশা করছি। ’ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে মিরপুর একাডেমিতে প্রাত্যহিক জিম সেশন শেষে এমনটিই জানিয়েছেন তাসকিন।
বিপিএলের প্রথম আসর থেকে চট্টগ্রামের হয়ে খেলা তাসকিন এবারও একই টিমের হয়ে বল হাতে ঝড় তুলবেন। তাসকিনের চোখে দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে এবারের আসরেও চিটাগং ভাইকিংস টিম শক্তিশালী, ‘ভাল একটি টুর্নামেন্ট হবে বলে আশা করছি। আমাদের দল অনেক ভালো। সবাই সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স করতে পারলে ভালো ফলাফলই হবে। ’
আগামী ৪ অক্টোবর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠবে। পরদিন নিজেদের প্রথম ম্যাচে বরিশাল বুলসকে মোকাবেলা করবে তাসকিনের চিটাগং ভাইকিংস।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম