ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল এর সম্প্রচার স্বত্ত্ব স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আইপিএল এর সম্প্রচার স্বত্ত্ব স্থগিত ছবি:সংগৃহীত

ঢাকা: ২০১৮ আইপিএল এর সম্প্রচার স্বত্ত্ব কে পাচ্ছে তা মঙ্গলবারই ঘোষণা করার কথা ছিল বিসিসিআই এর। কিন্তু আপাতত তা স্থগিত রাখা হল।

দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বিসিসিআই কে নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের নির্ধারিত লোধা প্যানেলের মতামত যেন শোনা হয়।

যে কারণেই আপাতত সেই ঘোষণা করা হচ্ছে না। যদিও যা খবর ইতিমধ্যেই বোর্ড কর্তারা সেই নাম নিশ্চিত করে ফেলেছেন । কিন্তু লোধা প্যানেলের কথা মানতে গেলে আসলে তাদের পছন্দের সম্প্রচার মাধ্যমকে স্বত্ত্ব দেওয়া যাবে কি না সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন, ফেসবুক, টুইটারও টেন্ডার জমা দিয়েছিল সোশ্যাল মিডিয়া স্বত্ত্বের জন্য। পুরো ব্যাপারটি দেখার জন্য বিসিসিআই অডিট ফার্ম ডিলয়েটের উপর দায়িত্ব দিয়েছিল।

বর্তমানে যে চ্যানেলের কাছে বিসিসিআই এর সম্প্রচার স্বত্ত্ব রয়েছে তাদের সঙ্গে আগামী বছরই চুক্তি শেষ হয়ে যাবে। এই মুহূর্তে বোর্ডের যা পরিকল্পনা তাতে আগামী ১০ বছরের জন্য সম্প্রচার স্বত্ত্ব দিতে চাইছে তারা।

সম্প্রচার স্বত্ত্বের টেন্ডার ডাকার আগেই আদালত ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছিল পুরো বিষয়টির জন্য দায়িত্ব দিতে হবে কোনও বাইরের অডিটরকে। যে কারণেই এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া আদালতের পক্ষ থেকে এও বলা হয়েছিল, যদি বিসিসিআই কোনও টেন্ডার বাতিল করে তা হলে সেই সংস্থার এই সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে তার জবাব দিতে বাধ্য থাকবে বোর্ড। তিন সদস্যের লোধা প্যানেলের গত ২১ অক্টোবর এই বিষয়টি নিয়ে আলোচনায় বসার কথা থাকলেও তা পরে বাতিল হয়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।