ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ফিরেছেন মুশফিক-অ্যালিস্টার কুকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ঢাকায় ফিরেছেন মুশফিক-অ্যালিস্টার কুকরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ১৪ দিন পর চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলো বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ০৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনস যোগে চট্টগ্রাম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুশফিকুর রহিম ও অ্যালিস্টার কুক বাহিনী।

অবতরণের পর নিরাপত্তার চাদরে আবৃত হয়ে টিম হোটেলে ফিরে যায় দুই দল।

২৮ অক্টোবর-১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশকে ২২ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংলিশরা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।