ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সফরে ফিরছেন ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
দক্ষিণ আফ্রিকা সফরে ফিরছেন ম্যাথিউস ছবি: সংগৃহীত

ঢাকা: পায়ের একাধিক ইনজুরিতে ভুগছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছিটকে গেছেন আসন্ন জিম্বাবুয়ে সফর থেকে।

সে যাই হোক, ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ট্যুরে চোখ রাখছেন ম্যাথিউস। এ সময়ের মধ্যে পুরোপুরি সেরে ওঠার ব্যাপারে আশাবাদী তিনি।

এক সাক্ষাৎকারে ম্যাথিউস বলেন, ‘ইনজুরি থেকে সেরে উঠতে আমার হাতে দেড় মাস সময় আছে। জিম্বাবুয়ে সফরের জন্য আমি নিজেকে তৈরি করার প্রস্তুতি নিয়েছিলাম। এমআরআই স্ক্যান করানো হয়েছিল। রিপোর্টে আমার একই পায়ে একাধিক ইনজুরি ধরা পড়ে। ’

‘বিশেষজ্ঞ মেডিকেল প্যানেলের পরামর্শেই পরবর্তী সিরিজ থেকে সরে দাঁড়ায় এবং এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট) জিম্বাবুয়েতে পাঠাবে না কারণ এতে করে আমার দক্ষিণ আফ্রিকায় খেলাটা হুমকির মুখে পড়তে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী, বিশ্রামে থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে (দ. আফ্রিকা সফর) সেরে উঠতেও পারি আবার তার চেয়ে বেশি সময়ও লাগতে পারে। ’-যোগ করেন লঙ্কান দলপতি।

গত আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই হোম সিরিজ চলাকালীন পায়ের ইনজুরিতে পড়েছিলেন ম্যাথিউস। এর পর থেকেই তিনি ক্রিকেটের বাইরে।

ম্যাথিউসকে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের (২৯ অক্টোবর শুরু) দল ঘোষণা করেছিল এসএলসি। কিন্তু গত সপ্তাহে স্কোয়াড থেকে ছিটকে পড়েন। তার অনুপস্থিতিতে দলে ঢুকেছেন উপুল থারাঙ্গা আর অধিনায়কত্ব পেয়েছেন রঙ্গনা হেরাথ। টেস্ট সিরিজ শেষে ত্রিদেশীয় সিরিজেও ম্যাথিউসের উপস্থিতি অনিশ্চিত। যেখানে যুক্ত হবে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাথিউস ছাড়াও ইনজুরি কবলে সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল, পেসার ধাম্মিকা প্রসাদ, নুয়ান প্রদীপ ও দুশমান্থা চামিরা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যেকেই দলের বাইরে।

নভেম্বরে জিম্বাবুয়ে সফর শেষে পরের মাসে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে লঙ্কানরা। পূর্ণাঙ্গা সিরিজটিতে থাকছে তিনটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে। পোর্ট এলিজাবেথে প্রথম টেস্ট শুরু ২৬ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।