ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজ শেষে টাইগারদের নামতে হবে বিপিএলের আসর মাতাতে। এরপর নিউজিল্যান্ড সফর করবে টাইগাররা।
আর এই সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়াতে ক্যাম্প করবে হাতুরুসিংহের শিষ্যরা। সেখানে প্রস্তুতি ম্যাচে অজিদের ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবেন সাকিব-তামিমরা।
এমনই খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট। সেখানে বলা হয় নিউজিল্যান্ডের কাছাকাছি আবহাওয়া পাওয়ায় ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। অন্যদিকে পরবর্তী আসরে অংশগ্রহণের আগে নিজেদের ঝালাই করে নেবে বিগ ব্যাশের দল দুটি।
২৬ ডিসেম্বর হেগলে ওভালের ক্রাইসচার্চে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটি খেলবে বাংলাদেশ ও কিউইরা। এর আগে ১৪ ডিসেম্বর নর্থ সিডনিতে বিসিবি একাদশ মুখোমুখি হবে সিক্সার্সের আর দুই দিন পরে স্পটলেস স্টেডিয়ামে থান্ডারের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা।
টাইগারদের বর্তমান কোচ হাতুরুসিংহে এর আগে অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগের দল নিউ সাউথ ওয়েলস ও থান্ডারের কোচ ছিলেন। আর তিনি জানান, অজি দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের বেশ এগিয়ে রাখা যাবে।
তিনি আরও জানিয়েছেন, ‘সেখানে অস্ট্রেলিয়ান দলের বিপক্ষে খেলে আমরা কন্ডিশন সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবো। আর থান্ডার বর্তমানে চ্যাম্পিয়ন দল, তাই তাদের বিপক্ষে ভালো খেলতে পারলে আমাদেরও সুবিধে হবে। এছাড়া এই ম্যাচগুলো আমাদের ছেলেদের ভালো আত্মবিশ্বাস যোগাবে। এমন সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ। ’
এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স তারা বিদেশের মাটিতেও ধরে রাখতে চায়। বর্তমানে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জমজমাট লড়াইও করছে দলটি। টেস্টে টাইগারদের অবস্থান নয় নম্বরে হলেও ওয়ানডে ফরম্যাটে মাশরাফিরা সাত নম্বরে রয়েছে।
কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর সমান টি-২০ খেলবে বাংলাদেশ। পরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরবে দলটি।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৬
এমএমএস