ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানদের ‘রোল মডেল’ কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ব্যাটসম্যানদের ‘রোল মডেল’ কোহলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ৪৮ টেস্টে ১৩টি শতক, ১২টি অর্ধশতক ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির। গড় সাড়ে ৪৫ এর উপরে।

আর ওয়ানডেতে ১৭৪ ম্যাচ থেকে শতক হাঁকিয়েছেন ২৬টি, অর্ধশতক ৩৭টি (গড় ৫২.৯০)। ৪৫ টি-টোয়েন্টির ক্যারিয়ারে ৫৭’র উপরে গড় নিয়ে ১৬টি অর্ধশতক কোহলির।

দুর্দান্ত এই ব্যাটসম্যান প্রসঙ্গে ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন মন্তব্য করেন, ‘উঁচুতে থাকা ভারতকে আরও উচ্চে নিয়ে যাচ্ছেন কোহলি। ’

ভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন জানান, ‘আমি বিশ্বাস করি কোহলি টিম ইন্ডিয়াকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যেটা আগে কখনো দেখা যায়নি। সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। সত্যিই কোহলির ব্যাটে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে ভারত। তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো বিশেষণ আমি খুঁজে পাচ্ছি না। ’

ভারতীয় টেস্ট দলপতি কোহলি প্রসঙ্গে অশ্বিন আরও জানান, ‘আমি যদি কোহলিকে এক শব্দে পরিচয় করিয়ে দিতে চাই, তাহলে আমাকে বলতেই হবে সে ব্যাটসম্যানদের জন্য ‘রোল মডেল’। আমি যখন থেকে তার সাথে খেলা শুরু করেছি, তখন থেকেই দেখেছি তার দারুণ ক্রিকেটীয় ধ্যান। যখন সে ব্যাট করে নিজের সব আবেগ-জড়তা দূরে ঠেলে রাখে। ’

প্রথমশ্রেণির ক্রিকেটে কোহলি খেলেছেন ৮০টি ম্যাচ, যেখানে তার ২০টি করে শতক আর অর্ধশতক রয়েছে। লিস্ট ‘এ’ ম্যাচে ৩০টি শতক আর ৪৫টি অর্ধশতকে কোহলি খেলেছেন ২০৮টি ম্যাচ। ২০৬টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে স্টাইলিশ এই ব্যাটসম্যানের অর্জন ৪টি শতক আর ৪৬টি অর্ধশতক। আন্তর্জাতিক টেস্টে রান করেছেন ৩৫৫৪ আর ওয়ানডেতে তার মোট রান ৭৪৬০। টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে করেছেন ১৬৫৭ রান।

কোহলি প্রসঙ্গে বলতে গিয়ে অশ্বিন যোগ করেন, ‘ভারতীয় ক্রিকেটারদের জন্য কোহলি আদর্শ হতে পারে। সে নিজেকে ফিট রেখে যেভাবে দলকে নেতৃত্ব দেয়, তা উদাহরণ হয়ে থাকবে। সাদা পোশাকে মাঠে সে যেভাবে সতীর্থদের দিয়ে সেরাটুকু বের করে নেওয়ার চেষ্টা করে তা সত্যিই অনন্য। প্রতিটি টেস্টে সে নিজের সঙ্গে দলকে আরও উপরের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য উদাহরণ হয়েই থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।