ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে বাংলাদেশ নারী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এশিয়া কাপে বাংলাদেশ নারী দল ঘোষণা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় নারী এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ইনজুরি থেকে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন।

গত আগস্টে আয়ারল্যান্ড সফরে অনুশীলনের সময় কাঁধে চোট পান সালমা।

এবারের এশিয়া কাপে নিজের প্রথম অ্যাসাইন্টমেন্টে নামবেন নারী দলের নতুন কোচ ডেভিড ক্যাপেল। আগামী ২৭ নভেম্বর পর্দা উঠবে নারী এশিয়া কাপের। স্বাগতিক থাইল্যান্ড সহ টুর্নামেন্টে অন্য দলগুলো হলো, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

বাংলাদেশ ১৫ সদস্য নারী স্কোয়াড: রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা, আয়শা রহমান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, শারমিন সুলতানা, সালমা খাতুন, সুবহানা মোস্তারি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।