ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বাংলাদেশের স্পিনারদের এগিয়ে রাখলেন দলপতি মুশফিকুর রহিম। ইংল্যান্ডের পেস আক্রমণ শক্তিশালী হওয়ায় স্পিনারদের দায়িত্বটা কমই নিতে হয় সফরকারীদের।
চট্টগ্রাম টেস্টে ইংলিশদের ২০ উইকেটের মধ্যে ১৮টিই নিয়েছেন বাংলাদেশ দলের স্পিনাররা। কিন্তু বাংলাদেশের ২০ উইকেট তোলায় স্পিনারদের সঙ্গে সমান ভূমিকা রেখেছেন ইংলিশ পেসাররা। এখানেই স্পষ্ট হয় পার্থক্যটা।
নতুন ও পুরণো বল ব্যবহারের পাশাপাশি উইকেট তোলার ক্ষেত্রে আক্রমণাত্মক হতে হয় স্পিনারদেরই। তাইতো বাংলাদেশের স্পিনারদের এগিয়ে রাখলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম, ‘ওদের যে ধরনের পেস বোলিং আক্রমণ, ওদের স্পিনারদের কিন্তু অ্যাটাক করতে হয় না। রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়ে লম্বা সময় বোলিং করে গেলেই হয়। আমাদের স্পিনাররাই মূল শক্তি, ওদেরই আক্রমণে যেতে হয়, উইকেট নেওয়ার চেষ্টা করতে হয়। সেদিক থেকে বলবো যে আমাদের স্পিনাররা এগিয়ে। আমাদের স্পিনাররা অন্তত তিনটা কন্ডিশনে বল করতে পারে। ’
‘পুরণো বলে হোক বা নতুন বলে, প্রতিপক্ষকে চেপে ধরতে হলে কিংবা ডিফেন্সিভ খেলতে হলে, সবখানেই আমাদের স্পিনাররা ভূমিকা রাখে। এটা আমাদের স্বাভাবিক পারফর্ম। আমাদের এখানে ওয়ানডেতেও স্পিনাররা নতুন বলে বল করে অভ্যস্ত। যেটা বাইরের দেশে অনেকেই অভ্যস্ত না। সেদিক থেকে আমাদের স্পিনাররা এগিয়ে। ’-যোগ করেন মুশফিক।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি