ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা টেস্টে ইংলিশ শিবিরে দুই পরিবর্তন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ঢাকা টেস্টে ইংলিশ শিবিরে দুই পরিবর্তন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড একাদশে আসতে যাচ্ছে দুটি পরিবর্তন-এমনই আভাস দিয়েছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাঁহাতি স্পিনার জাফর আনসারির টেস্ট অভিষেক হচ্ছে বলে জানান কুক।

অফস্পিনার গ্যারেথ ব্যাটির জায়গায় খেলবেন সারের ক্রিকেটের আনসারি। পেসার স্টুয়ার্ড ব্রডকে বিশ্রামে রেখে দ্বিতীয় টেস্টে একাদশে ফিরতে পারেন স্টিভেন ফিন।

দলে পরিবর্তন প্রসঙ্গে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, ‘দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে জাফরের ডেব্যু হচ্ছে আর সেটি গ্যারেথ ব্যাটির জায়গায়। ব্রডের জায়গায় দলে আসতে পারে ফিন। ’

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২২ রানে জয় এনে দিতে অবদান রাখেন ব্যাটি। অন্যদিকে শততম টেস্ট ম্যাচের অপেক্ষায় ছিলেন ব্রড।

কুকের মতে, দ্বিতীয় টেস্ট ম্যাচটিও জমজমাট হবে। বাংলাদেশ দল দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ায় সিরিজটি রোমঞ্চকর হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।