ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনিকে চার নম্বরেই চান গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ধোনিকে চার নম্বরেই চান গাঙ্গুলি ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে পাশে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি! ফিনিশার ভূমিকা অব্যাহত রাখতে ধোনিকে চার নম্বর পজিশনে ব্যাটিং করার দিকে জোর দিচ্ছেন ‘প্রিন্স অব কলকাতা’।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে (২১ ও ৩৯) পাঁচ নম্বরে নামেন ধোনি।

তৃতীয় ওয়ানডেতে তাকে দেখা যায় চার নম্বরে। তাতেই যেন আগের সেই ফিনিশার পারফরম্যান্স ফিরে পান। ব্যক্তিগত ৮০ রানে আউট হওয়ার আগে বিরাট কোহলির (১৫৪ অপ.) সঙ্গে গড়েন ১৫১ রানর পার্টনারশিপ।

সবশেষ ম্যাচটিতে অবশ্য একই পজিশনে নামলেও ব্যর্থ হন ‘ক্যাপ্টেন কুক’ খ্যাত ধোনি। ৩১ বল খেলে মাত্র ১১ রান করেই সাজঘরে ফেরেন। দলও হেরে যায়। সিরিজে ২-২ সমতায় ফেরে কিউইরা। ২৯ অক্টোবর সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডে।

সে যাই হোক, ধোনিকে চার নম্বরেই রাখার পক্ষে গাঙ্গুলি, ‘সে (ধোনি) চার নম্বর পজিশনেই খেলুক। সেখান থেকেই ফিনিশ করবে। ফিনিশার হওয়ার মানে এই নয় যে তাকে ৪০তম ওভার থেকে ব্যাটিং করতে হবে। বিরাট (কোহলি) তিন নম্বরে ব্যাটিং করে এবং সে ম্যাচ ফিনিশ করছে। এটা একটা ভুল ধারণ যে, একজন ফিনিশারকে লোয়ার ডাউন অর্ডারে রাখতে হবে। ’

রাঁচিতে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে (২৬ অক্টোবর) ব্ল্যাক ক্যাপসদের ২৬০ রানের জবাবে ১৯ রান দূরে থাকতে অলআউট হয় টিম ইন্ডিয়া। দলের ব্যাটিং স্তম্ভ কোহলি ফেরেন ৪৫ করে।

সে যাই হোক, ভারত কোহলির ওপর অধিক নির্ভরশীল নয় বলেই মনে করছেন গাঙ্গুলি। তার মতে, নিউজিল্যান্ড ভালো টিম এবং ভারতকে তারা হারাতে পারে যেমনটা বুধবারের ম্যাচে করে দেখিয়েছে, ‘সে (কোহলি) একজন চমৎকার খেলোয়াড়। কিন্তু টিম তার ওপর খুব নির্ভরশীল হয়ে পড়েছে বলে আমি মনে করি না। নিউজিল্যান্ড একটা ভালো দল। তারা সামনে আরও ম্যাচ জিতবে। ’

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।