ঢাকা: দীর্ঘ ১৫ মাস টেস্ট ম্যাচ থেকে বাইরে থাকার পরেও চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে মুশফিকদের লড়াকু মনোভাবের বাহবা দিলেন টাইগার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকাস্থ ড্যানিশ দূতাবাসে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
অভিজ্ঞ ইংল্যান্ডের বিপক্ষে সতীর্থদের প্রসংশা করে মাশরাফি জানান, ‘আপনি ১৫ মাস পরে যদি মাঠে নামেন তাহলে অভিজ্ঞতাটা কখনই হয় না। আমরা এতদিন খেলেছি ঠিকই, কিন্তু সবই ছিল টি-টোয়েন্টি ও ওয়ানডে। টেস্টে আমাদের আরেকটি বিষয় দেখেন, মুশফিক এতদিন খেলেও শুক্রবার (২৮ অক্টোবর) সে ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নামবে। যেখানে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক মুশফিকের পরে ক্যারিয়ার শুরু করে খেলেছে ১শ’রও বেশি টেস্ট ম্যাচ। অভিজ্ঞতার বিচারে তাই ওরাই এগিয়ে। ওই হিসেবে প্রথম ম্যাচে আমরা যথেষ্টই ভালো খেলেছি। ’
উইকেটের বৈরী আচরণের পরেও প্রথম টেস্টে ইংলিশদের বিপক্ষে অসাধারণ খেলেছে মুশফিক বাহিনী। চতুর্থ দিন শেষে সাব্বির রুম্মনের অপরাজিত ৫৯ রানের ব্যাটিংয়ে বাংলাদেশ যখন জয় থেকে মাত্র ৩৩ রান পিছিয়ে, তখন অনেকের মনেই ঐতিহাসিক টেস্ট জয়ের স্বপ্ন উঁকি দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ২২ রানে স্বাগতিকরা হেরে গেছে। তবে তার আগেই হয়ে গেছে একটি দারুণ রেকর্ড। আর সেটি হলো, টেস্ট ম্যাচে বাংলাদেশের ইতিহাসে রানের দিক দিয়ে সর্বনিম্ন ব্যবধানের হার।
এর আগে টাইগারদের রানের দিক দিয়ে সর্বনিম্ন হারের ব্যবধান ছিল ৭৭, ২০১২-১৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায়।
এর পাশাপাশি এই টেস্টে টিম বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য প্রাপ্তি ছিল, পাঁচ দিনই সফরকারী ইংলিশদের অব্যাহত চাপে রাখা। যা এর আগে খুব কমই দেখা গেছে।
আছে তামিম ইকবালের ৫ হাজারি রানের ক্লাব স্পর্শ করা, মেহেদি হাসান মিরাজের অভিষিক্ত ম্যাচে ৭ উইকেট, সাকিব আল হাসানের দারুণ সাফল্য।
সেই বিষয়গুলোর প্রতি আলোকপাত করেই মাশরাফি জানান, ‘পাঁচ দিনই আমরা সুযোগ তৈরি করেছি। ভাগ্য সাথে না থাকায় ইংল্যান্ড জিতে গেছে। এটা ক্রিকেটে হয়েই থাকে। ’
তবে ঢাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভালো কিছু করবে বলেই প্রত্যাশা করছেন ম্যাশ। আর তাদের সেই লক্ষ্যে প্রথম ম্যাচের প্রাপ্তিগুলোই উজ্জ্বীবিত করবে বলে মনে করেন টাইগারদের সীমিত ওভারের দলপতি।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি