ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টেও টিকিটের জন্য উপচে পড়া ভীড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
টেস্টেও টিকিটের জন্য উপচে পড়া ভীড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: টেস্ট ম্যাচ তাতে কি? বাংলাদেশের খেলা বলে কথা, তাইতো টিকিটের জন্য অগনিত দর্শকের ভীড়। কেউ টিকিট পেয়েছেন, আবার কেউ তা হাতে না পেয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইনে।

কখন টিকিট মিলবে সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন হাজারো ক্রিকেট সমর্থক।

শুক্রবার (২৮ অক্টোবর) মিরপুর-শের-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচ দেখতেই মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় টিকিটের জন্য ভীড় জমান স্বাগতিক সমর্থকরা।

উল্লেখ করার মতো বিষয় হলো টেস্ট ম্যাচ হলেও দর্শক সংখ্যা প্রত্যাশার চেয়েও বেশি দেখা যায়। বাংলাদেশের ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচে যে পরিমান দর্শক সমাগম হয় এখানে টিকিটের জন্য তাদের সংখ্যা কিছুটা কম হলেও এ যাবৎ কালের অন্য যে কোনো টেস্ট ম্যাচের চেয়ে বেশি।
কেন এত দর্শক সমাগম? জানতে চাওয়া হয়েছিল কিশোরগঞ্জ থেকে আগত রাজ্জাক নামের এক ক্রেতার কাছে। উত্তরে তিনি জানান, ‘আজ শুক্রবার, ছুটির দিন তাই দর্শক সংখ্যা বেশি হবে। বিকেল নাগাদ মিরপুরের গ্যালারি ভরে যাবে। ’

ইনডোর স্টেডিয়ামে বিক্রি করা হচ্ছে ৯২ ও ২৫০ টাকা মূল্যের টিকিট। শুক্রবার সকাল ১১টায় গিয়ে দেখা গেল ৯২ টাকা দামের টিকিট শেষ। আছে ২৫০ টাকা ‍মূল্যের। সেই টিকিটটি পেতে এখন সবার অধীর আগ্রহে অপেক্ষা।

আর এই ক্রেতারা সবাই আশা করছেন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।