ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিরোপার দাবিদার হিসেবেই বিপিএল খেলবে খুলনা টাইটান্স

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
শিরোপার দাবিদার হিসেবেই বিপিএল খেলবে খুলনা টাইটান্স

খুলনা: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরে খেলতে নামবে খুলনা বিভাগ। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া লীগে এ বিভাগ অংশগ্রহণ করবে খুলনা টাইটান্স নামে।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে শুক্রবার (২৮ অক্টোবর) থেকে খুলনা টাইটান্সের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।

টুর্নামেন্টে দলের সাফল্যের জন্য দোয়া ও খুলনা বিভাগের মানুষের জোরালো সমর্থন পেতে খুলনার ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরলেন খুলনা টাইটান্স এর কর্মকর্তারা।

দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে খুলনা টাইটান্স ও জেমকন গ্রুপের পরিচালক কাজী এনাম আহমেদ বলেন, বিপিএল এর নিলাম প্রক্রিয়ায় কিছুটা ক্রটি থাকার জন্য খুলনা টাইটান্স খুলনা বিভাগের সেরা খেলোয়াড়দের দলে অর্ন্তভুক্ত করতে পারেনি। তবে দেশের ও বিদেশের আর্ন্তজাতিক মানের কোচ ও ক্রিকেট পরামর্শক নিয়োগ দিয়ে ইতিমধ্যেই দলের খেলোয়াড়দের মানোন্নয়ন করা হচ্ছে।

বিপিএল এর চতুর্থ আসরে খুলনা টাইনান্স শিরোপার দাবিদার হিসেবেই মাঠে তাদের নৈপুণ্য প্রদর্শন করবে। এজন্য খুলনা বিভাগসহ দেশের সব  ক্রীড়াপ্রেমীদের সমর্থন ও দোয়া প্রত্যাশী।

অনুষ্ঠানে খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজানসহ গণ্যমান্য ব্যক্তি ও খুলনা টাইটান্সের জন্য সবার সমর্থন কামনা করেন। এসময় খুলনার কৃতী খেলোয়াড় প্রয়াত মাঞ্জারুল ইসলাম রানার প্রতি সম্মান জানিয়ে তার মা জামিল খাতুন ও সাজ্জাদুল হাসান সেতুর মা গোলেরা খাতুন পান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

খুলনা টাইটান্স’র সূত্র জানায়, বিপিএল চলাকালে খুলনা টাইটান্সের একাধিক আয়োজন থাকবে। ইতিমধ্যে ‘টাইটান্স ভ্যান’ নামে একটি গাড়ি নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। খুলনার সমর্থকদের নানাভাবে অনুপ্রেরণা দিচ্ছে এই টিম ভ্যান। বিপিএল চলাকালে খুলনার বিভিন্নস্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থাও করবে খুলনা টাইটান্স।

বিপিএল এ খুলনা টাইটান্সের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী ৪ নভেম্বর উদ্বোধনী দিনেই মাঠে নামবে খুলনা টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্স মুখেমুখি হবে রংপুর রাইডার্সের।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।