ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের টি-টোয়েন্টি কোচের দৌড়ে এগিয়ে পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
অজিদের টি-টোয়েন্টি কোচের দৌড়ে এগিয়ে পন্টিং ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের কোচ হতে পারেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তবে, সেটি শুধুমাত্র নির্দিষ্ট একটি সিরিজের জন্য।

শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা।

আগামী ২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। এর ১৬ ঘণ্টা পরই ভারতের মাটিতে বোর্ডার-গাভাস্কার টেস্ট ম্যাচ খেলতে নামবে স্টিভেন স্মিথের দলটি। তাই, টি-টোয়েন্টির দলটিকে নিয়ে কাজ করার জন্য আলাদা কোনো কোচ চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেক্ষেত্রে এগিয়ে পন্টিং।

এ প্রসঙ্গে পন্টিং জানান, ‘আমি এখনও নিশ্চিত না কি হতে চলেছে। তবে, ওই সময়ে দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান ভারতে থাকবেন। তাই বোর্ডের জন্য টি-টোয়েন্টি দলের কোচ প্রয়োজন। ’

৪১ বছর বয়সী পন্টিং আরও যোগ করেন, ‘এখন দেখাই যাক কি হয়। আশা করি কয়েক মাসের মধ্যেই এ ব্যাপারে বোর্ড থেকে একটা ঘোষণা শোনা যাবে। আমিই যে দলের টি-টোয়েন্টির কোচ হবো, সেটি নিশ্চিত না। তবে, এটা বলতে পারি বাছাইয়ের মধ্যদিয়েই দলের কোচ নির্বাচন হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।