ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের চতুর্থ টেস্ট অর্ধশতক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ইমরুলের চতুর্থ টেস্ট অর্ধশতক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশি ওপেনার ইমরুল কায়েসের তৃতীয় টেস্ট অর্ধশতকটি এসেছিল গেল বছরের জুনে ফতু্ল্লায়, ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে। প্রথম ইনিংসে ব্যক্তিগত ৭২ রানে হরভজন সিংয়ের শিকার হয়ে প্যাভিলনে ফিরেছিলেন।

এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দেখা পেলেন চতুর্থ টেস্ট অর্ধশতকের।  
 
শনিবার (২৯ অক্টোবর) প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন ইমরুল। ক্রিজের ওপাশে ব্যাট হাতে থাকা সতীর্থ তামিম ইকবাল ব্যক্তিগত ৪০ রানে ফিরে গেলেও দিনের শেষ ভাগ পর্যন্ত ব্যাট হাতে অটুট থাকেন এই টাইগার ওপেনার।

নিজের চতুর্থ অর্ধশতকটি তুলে নিতে ইমরুল খেলেছেন ৬৫ বল, যেখানে চারের মার ছিল ৭টি। তবে ছিল না কোনো ওভার বাউন্ডারি।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।