ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন বলেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মিরাজ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
নতুন বলেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মিরাজ  ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দলীয় ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে তখন রীতিমতো ধুকছিল সফরকারী ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে লিড দূরে থাক, ভাবা হচ্ছিল বাংলাদেশই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়ে ক্রিকেটের নতুন কোনো ইতিহাস লিখতে যাচ্ছে।

কিন্তু হঠাৎই ম্যাচের দৃশ্যপট বদলে দেন ইংলিশদের হয়ে নবম উইকেটে আসা দুই টেলএন্ডার ক্রিস ওকস ও আদিল রশিদ। এত নিচের অর্ডারে তাদের অনবদ্য ব্যাটিং দেখে মনে হচ্ছিল দিন শেষে বিশাল রানে এগিয়ে থাকতে যাচ্ছে সফরকারীরা।

কিন্তু ক্রিস ওকসকে ব্যক্তিগত ৪৬ রানে নিজের ষষ্ঠ শিকারে পরিণত করে এমন ধারণা মিথ্যে প্রমাণ করেন টাইগার অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। লাঞ্চ বিরতির পরে নতুন বল হাতে নিয়ে ক্রিস ওকসকে তুলে নেন তিনি। বড় লিড বঞ্চিত হতে হয় ইংল্যান্ডকে। আর ওকসকে ফেরানোর কাজটি নাকি নতুন বল হাতে পাওয়ার পরেই সহজ হয়েছে, জানালেন মিরাজ।  

শনিবার (২৯ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি এভাবেই নিজের সাফল্যের গোমর ভাঙেন।

পুরাতন, নতুন দুই বলই মিরাজের পছন্দ। তবে নতুন বল হাতে পেলে নাকি তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সফলতা পেতেও সহজ হয়, ‘নতুন-পুরাতন দুই বলই আমার পছন্দ। তবে বল নতুন থাকলে আমার কাছে ভালো লাগে। কেননা বল যখন নতুন থাকে তখন কাজ ভালো হয়। পুরোণো হলে বল নরম হয়ে যায় এবং কাজও কমে যায়। ’

আর এই নতুন বলের জাদুকরী ছোঁয়াতেই ক্রিস ওকসের উইকেটটি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাক টু ব্যাক ছয় উইকেটের গৌরব লাভ করেন মেহেদি হাসান মিরাজ।

এর আগে দিনের প্রথম ভাগেই দেশের হয়ে প্রথমবারের মতো অভিষেকের পরে টানা দুই টেস্টে ৫ উইকেটের রেকর্ডটি নিজের করে নেন এই টাইগার অফস্পিনার।
** ‘পেসাররা যদি একটু সাহায্য করতো’
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।