ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আড়াইশ হলেও আমরা টপকাতে পারবো: ওকস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
আড়াইশ হলেও আমরা টপকাতে পারবো: ওকস ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের লক্ষ্য ২৫০ রান হলেও সেটা টপকানো সম্ভব বলে মনে করেন ইংলিশ বোলার ক্রিকস ওকস। শনিবার (২৯ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

দ্বিতীয় ইনিংসে নিজেদের ব্যাটিং সামর্থ্যের কথা জানাতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আড়াইশ রান হলেও আমরা তা টপকাতে পারবো। আপনারা দেখেছেন আমার সঙ্গে আদিল রশিদের জুটিতে প্রথম ইনিংসে আমরা ২৪৪ করতে পেরেছি। প্রথম ইনিংসের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসেও জুটি আরও বেশি জরুরি হবে। ’

প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিং তোপে ইংলিশ ব্যাটিং ইনিংসের যে নাজেহাল অবস্থা দেখা গেছে সেজন্য দলের টপ অর্ডার ও মিডল অর্ডারদের বাজে ব্যাটিংকেই দায়ী করলেন ওকস। তবে দ্বিতীয় ইনিংসে তিনি এমন ব্যাটিংয়ের পুনরাবৃত্তি আর দেখতে চাইছেন না।  

বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করতে হলে দলের উপরের দিকের ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হয়ে স্বাগতিকদের অব্যাহত চাপে রাখার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ওকস, ‘আমাদের টপ অর্ডার ও মিডল অর্ডারদের ভালো একটি পার্টনারশিপ করতে হবে। তাহলে আমরেই ওদের চাপে রাখতে পারবো। ’  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।