ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জমকালো আয়োজনে লোগো উন্মোচন রাজশাহী কিংসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জমকালো আয়োজনে লোগো উন্মোচন রাজশাহী কিংসের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: দেশের তারকা শিল্পীদের নিয়ে জমকালো কনসার্টে সবাইকে মাতিয়ে লোগো উন্মোচন করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নেওয়া দল রাজশাহী কিংস।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে শুরু হয় এ কনসার্ট।

তবে দুপুর গড়াতে না গড়াতেই রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামটি কানায় কানায় ভরে যায় হলুদ আর কালো জার্সি গায়ে জড়ানো দর্শনার্থীদের ভিড়ে। জমকালো এ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সুবর্ণা নাওদি ও দেবাশীষ বিশ্বাস।

আর মজার মজার জোকস বলে স্টেজ মাতান মিরাক্কেল চ্যালেঞ্জার আবু হেনা রনি। রাজশাহী কিংসের আয়োজনে মেগা কনসার্ট দেখতে তরুণ-তরুণীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। অনেক দিন পর উৎসবের জোয়ারে ভাসে রাজশাহীর ক্রিকেট প্রেমীরা।

সন্ধ্যা গড়াতেই রাজশাহী মহানগরীর তেরোখাদিয়ায় অবস্থিত স্টেডিয়ামে আয়োজিত এ কনসার্টে নাচে-গানে মেতে ওঠেন ক্রিকেট প্রেমীরা। রাজশাহী কিংসের হলুদ জার্সি গায়ে জড়িয়ে গ্যালারি সাজিয়েছিলেন প্রায় ২০ হাজার ক্রিকেট প্রেমী। তাদের আনন্দের জোয়ারে ভাসাতে রাজশাহী কিংস কর্তৃপক্ষ এ কনসার্টের আয়োজন করে।

বিকেল থেকে অনুষ্ঠিত এ কনসার্টের শুরুতেই কৌতুকরসে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন মীরাক্কেল তারকা আবু হেনা রনি। তারপরই মঞ্চে ওঠেন কণ্ঠশিল্পী আরিফ। মাগরিবের আজান পর্যন্ত গান গেয়ে মঞ্চ মাতান তিনি।

নামাজের বিরতির পর খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন রাজশাহী কিংসের কর্ণধার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আখতার জাহান, রাজশাহী কিংসের কোচ সারোয়ার ইমরান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর মানুষ ক্রিকেট প্রেমী। তাই রাজশাহীকে আবারও ক্রিকেটের জোয়ারে ভাসাতে রাজশাহী কিংসের জন্ম। এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম করবোই করবো। রাজশাহী কিংস সেই স্টেডিয়ামের বীজ বপন করলো’।

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘রাজশাহী কিংস শুধু রাজশাহী জেলার দল নয়। রাজশাহী কিংস পুরো বিভাগের দল। এ দল পুরো বিভাগের প্রতিনিধি। রাজশাহী কিংস এবারের বিপিএলের আসরে চ্যাম্পিয়ন হয়ে রাজশাহী বিভাগের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি’।

পরিচিতি পর্বের পরেই মঞ্চে ওঠে দেশের জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি। আইয়ুব বাচ্চুর গানে পুরো গ্যালারি মেতে ওঠে। গ্যালারিতে থাকা দর্শকদের সবার মুঠোফোনে জ্বলে ওঠে আলো। মুখে মুখে স্লোগানে তখন শুধুই ‘রাজশাহী কিংস’ আর ‘রাজশাহী কিংস’।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কনসার্ট চলছিল। এতে ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি ও রিংকুসহ দেশের জনপ্রিয় সংগীত শিল্পীদের গান পরিবেশনের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।