ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ভেতরে ক্রিকেট, বাইরেও ক্রিকেট

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ভেতরে ক্রিকেট, বাইরেও ক্রিকেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজকে ঘিরে মিরপুর এলাকায় কঠোর নিরাপত্তা আইন-শৃংখলা বাহিনীর। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের পশ্চিম পাশে প্রশিকা মোড় থেকে দুই নম্বর মোড় পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

 

স্টেডিয়ামের ভেতর যখন চলছে টাইগার-ইংলিশদের লড়াই, তখন ফাঁকা রাস্তায় ব্যাট-বলে মেতেছে শিশু-কিশোররা। আপনমনে খেলে যাচ্ছে ক্রিকেট।  

স্টেডিয়ামে ঢোকার সময় ইংলিশ সাংবাদিক-দর্শকরা এ দৃশ্য দেখে হয়তো বুঝে নিচ্ছেন ক্রিকেট এ দেশে কতটা স্থান করে নিয়েছে। চলার ফাঁকে কেউ শিশুদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কেউ আবার একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছেন ওদের খেলা। আন্তর্জাতিক সিরিজ চলাকালীন সময়ে মিরপুরে মাঝেমধ্যেই দেখা যায় এ দৃশ্য।

তবে মিরপুরে আজ একটি দৃশ্য একেবারেই নতুন। যখন জানবেন শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেটে মেতেছে পুলিশ সদস্যরাও! মিরপুর মডেল স্কুলের সামনের রাস্তায় গাড়ি পার্কিংয়ের স্থানে স্থানীয় তরুণদের সঙ্গে দাঙ্গা পুলিশ টিমের তিন সদস্য মেতে উঠলেন ক্রিকেটে।  

টেস্ট সিরিজ হওয়ায় স্টেডিয়াম এলাকায় মানুষের আনাগোনা কম। স্বাভাবিকভাবেই কাজের দায়িত্ব কমে গেছে তাদের। তাইতো শৈশবে ফিরে গেলেন তারা। দুই পাশে স্যান্ডেল, মাঝে পেশাদারি কাজে ব্যবহৃত ওয়াকিটকি দাঁড় করিয়ে বানালেন স্টাম্প।  

বোলার, আম্পায়ার, উইকেটরক্ষকের ভূমিকায় থাকলেন সাদা পোশাকের পুলিশ সদস্যরা। ব্যাট করলেন স্থানীয় তরুণরাই। ক্রিকেটের প্রতি ঝোঁক যে দেশের সর্বস্তরের মানুষের তারই প্রতিফলন ঘটলো। তারাও যে রক্ত-মাংসের ক্রিকেটপ্রেমী মানুষ!

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।