ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

২৭৩ রান কি যথেষ্ট?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
২৭৩ রান কি যথেষ্ট? ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৭৩ রানের টার্গেট বেঁধে দিয়েছে বাংলাদেশ।  টার্গেট আরও বড় দেয়া যেত।

ব্যাটসম্যানদের ভুলে তা হয়নি। প্রশ্ন হলো, মিরপুরে এ রান জয়ের জন্য যথেষ্ট কিনা?
 
চতুর্থ ইনিংসে আড়াই’শ প্লাস স্কোর তাড়া করে জেতা যে কোনো উইকেটেই কঠিন। কিন্তু মিরপুরে ইংলিশদের পরিসংখ্যান দেখলে মনে হবে অনেক কঠিন কাজও নয়। কেননা ২০১০ সালের মার্চে মিরপুরে বাংলাদেশের দেয়া ২০৯ রানের টার্গেট এক উইকেট হারিয়েই টপকে গিয়েছিল ইংল্যান্ড।  

অ্যালিস্টার কুক ১০৯ ও কেভিন পিটারসেন ৭৪ রানে অপরাজিত থেকে ৯ উইকেটের জয় উপহার দিয়েছিলেন ইংলিশদের। এ দুই ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে গড়েন ১৬৭ রানের অবিচ্ছিন জুটি।
 
৬ বছর আগের টেস্ট ম্যাচটির সঙ্গে এ ম্যাচের পার্থক্য উইকেটে। সেটি হয়েছিল ব্যাটিং ট্র্যাকে। এবারেরটি হচ্ছে স্পির্ন নির্ভর উইকেটে।

ওই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৯ রান। জবাবে ৪৯৬ রান করে ইংলিশরা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৮৫ রানে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।