মিরপুর থেকে: অ্যালিস্টার কুক ও বেন ডাকেটের ব্যাটিংয়ে গ্যালারি যখন নিশ্চুপ হয়ে পড়েছিল ঠিক তখনই বল হাতে এসে সেই নীরবতা ভাঙলেন টাইগার অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। ঠিক যেন নিষ্প্রাণ কোন পদার্থকে প্রাণ দিলেন!
রোববার (৩০ অক্টোবর) তৃতীয় দিনের প্রথম সেশনে সাকিব-মুশফিকদের ‘দায়সারা’ ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানের সংগ্রহ পায় স্বাগতিক বাংলাদেশ।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে দলীয় ১০০ রানে ইংলিশরা যখন চা পানের বিরতিতে যায় তখনও গ্যালারি ভীষণ শান্ত, তেমন কোনো সাড়াশব্দ নেই। গ্যালারিতে অপেক্ষমান সবাই যেন বাংলাদেশের কোণঠাসা দৃশ্য অবলোকন করতে করতে হাঁপিয়ে উঠেছিল।
কিন্তু চা পানের বিরতি শেষের সাথে সাথেই গ্যালারির দৃশ্যপট বদলে গেল। মিরাজের করা তৃতীয় সেশনের প্রথম বলটি গিয়ে সোজা আঘাত হানলো বেন ডাকেটের স্ট্যাম্পে। আর তাতেই উল্লাসে মেতে উঠলো পুরো গ্যালারি। ব্যক্তিগত ৫৬ রানে ক্রিজছাড়া হলেন ডাকেট।
মিরাজের এনে দেয়া এই উল্লাস আরও জোড়ালো হলো যখন ঠিক পরের ওভারে সাকিব ব্যক্তিগত ১ রানে ফেরালেন ক্রিস ওকসকে। সাকিব! সাকিব! ধ্বণিতে তখন প্রকম্পিত পুরো গ্যালারি। সমর্থকদের এই উল্লাস শেষ হতে না হতেই আবার আঘাত হানলেন মিরাজ। ৩২তম ওভারের দ্বিতীয় বলে তামিম ইকবালের ক্যাচে পরিণদ হন গ্যারি ব্যালান্স (৫)।
চার বল পরেই মঈন আলীকে (০) এলবিডব্লু আর এক ওভার ঘুরতেই ‘পথের কাঁটা’ অ্যালিস্টার কুককে (৫৯) অফ শর্টে মুমিনুল হকের তালুবন্দি করে পুরো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কাঁপন ধরানো উল্লাস এনে দেন মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম