ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের সেরা অর্জন: মুশফিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের সেরা অর্জন: মুশফিক ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ১-১ এ সমতার মধ্য দিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ। এই জয়কে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

রোববার (৩০ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘ম্যাচটি আমরা যেভাবে খেলেছি এবং যে ব্যবধানে জিতেছি তাতে এটাই আমাদের ক্রিকেটের ইতিহাসে এ যাবৎকালের সেরা অর্জন বলে আমি মনে করি। ’
 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগে বাংলাদেশ খেলেছে আরও ৯৪ টি টেস্ট। যেখানে জয় ছিল ৭টিতে। যার ৫টিই জিম্বাবুয়ের বিপক্ষে। বাকি দুটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

মিরপুরে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশর জয়টি এমনই দাপুটে ছিল যে, ৫ দিনের ম্যাচটির জয় নিশ্চিত করলো ২দিন বাকি থাকতেই!

ভিডিও:

 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।