ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ানো স্টোকসের জরিমানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ানো স্টোকসের জরিমানা ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাব্বির রহমানের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার কারণে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আচরণবিধির ২.১.১ ধারা লঙ্ঘন করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইসিসি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ঢাকা টেস্টের তৃতীয় দিন (রোববার, ৩০ অক্টোবর) সকালে সাব্বিরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বেন স্টোকস। ফিল্ড আম্পায়ার বার বার নিষেধ করলেও স্টোকস বিরত হননি। পরে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে অবহিত করা হয় ঘটনাটি। তাতেও কর্ণপাত করেননি স্টোকস।  

তার বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা, এস রভি ও থার্ড আম্পায়ার ক্রিস গাফানি। অবশ্য অপরাধ মেনে নেয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।
 
তবে স্টোকসের সঙ্গে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। আইসিসি’র নিয়মানুযায়ী, আগামী ২৪ মাসে যদি ৪টি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট যোগ হয় তাহলে তাকে ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।