ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের পারফর্ম বিচার হবে ভারত সিরিজে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ইংলিশদের পারফর্ম বিচার হবে ভারত সিরিজে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথামের মতে, টাইগারদের বিপক্ষে ইংলিশদের বাজে পারফর্ম একবাক্যে দেশটির ক্রিকেটকে বিচার করবে না। তিনি জানান, ইংলিশদের বছর শেষের দলগত পারফর্ম বিচারের জন্য আসন্ন ভারত সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে।

চট্টগ্রাম টেস্টে হারের শঙ্কা কাটিয়ে ২২ রানের জয় পেয়েছিল ইংলিশরা। আর ঢাকা টেস্টে জয়ের জন্য ২৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১০০ রান তুলেছিল সফরকারীরা। তবে, শেষ ৬৪ রানেই ১০ উইকেট হারিয়ে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয় অ্যালিস্টার কুক বাহিনীকে। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ সিরিজ জেতে ইংলিশরা।

এমন দলগত পারফর্ম করা ইংলিশরা এবার খেলবে ভারতের মাটিতে। টাইগারদের বিপক্ষে স্পিনে নাকাল কুক বাহিনী ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের কতটুকু সামলে খেলতে পারবে তার উপর দলের পারফর্ম বিচার করা সঠিক পন্থা হবে বলে মনে করেন বোথাম।

৬০ বছর বয়সী বোথাম জানান, ‘বাংলাদেশের উইকেট অদ্ভুত আচরণ করেছে। তারা স্পিনবান্ধব উইকেট তৈরি করেছিল। প্রথম টেস্টের দিকে তাকালেই সেটির প্রমাণ মেলে। বিশ্বের সব জায়গাতেই এমনটি দেখা যায়। এবার ভারতের মাটিতে তৈরি উইকেটে খেলতে হবে কুক-স্টোকসদের। এরপরই বলা যাবে কুকদের বছর শেষ কি পারফর্ম। ’

দেশের জার্সি গায়ে ১১৬ ওয়ানডে আর ১০২ টেস্ট ম্যাচ খেলা বোথাম বাংলাদেশের প্রশংসা করে জানান, ‘এটা সত্যিই মুগ্ধ করার মতো। বাংলাদেশের জন্য এটা বড় পাওয়া। অ্যাসিড টেস্টের মতো তারা এই সিরিজে লড়াই করেছে। কিন্তু, তাদের দেশের বাইরে গিয়ে ম্যাচ জেতার অভ্যাস গড়তে হবে। আর ইংল্যান্ডকে এই সিরিজ দিয়ে বিচার করলে চলবে না। ভারতে আসন্ন সিরিজ শেষে ইংল্যান্ডের দলগত পারফর্ম বিচার করা ভালো হবে। ’

ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারী ইংল্যান্ড। সাদা পোশাকের র‌্যাংকিংয়ে ভারত রয়েছে এক নম্বরে আর ইংলিশরা যাচ্ছে চার নম্বরে থেকে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।