ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

‘স্যালুট’ ভঙ্গিতে সাকিব কন্যা-মার্কিন রাষ্ট্রদূত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
‘স্যালুট’ ভঙ্গিতে সাকিব কন্যা-মার্কিন রাষ্ট্রদূত ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি যেন ‘সাকিব স্যালুটে’ ভাসছে পুরো দেশ! পিছিয়ে থাকেনি সাকিবের ছোট্ট মেয়ে আলায়না হাসান অউব্রে। বাবার মতো ভঙ্গিতে সাকিব কন্যাও স্যালুট করেছে।

এদিকে, টাইগারদের ঐতিহাসিক জয়ে মার্কিন রাষ্ট্রদূতও একই ভঙ্গিতে স্যালুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন।

ইংলিশদের বিপক্ষে রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের দিনের শেষ বেলায়, বেন স্টোকসকে বোল্ড করার পর অনেকটা ‘বিদ্রুপ’ করেই স্যালুট করে বসেন সাকিব। সেই ‘স্যালুট’ এখন কেবলই ভাইরাল! সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপে চুমুকের আগে সবখানেই এই স্যালুট।

আরও পড়ুন... স্টোকসকে সাকিবের স্যালুট (ভিডিওসহ)

শুধু তাই নয়, অনেকে সাকিব ভঙ্গিতে এমন স্যালুট দিয়ে ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন শুরু করেছেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিক্যাটও ‘সাকিব স্যালুটে’ ভাসছেন। ইউএস অ্যাম্বাসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বার্নিক্যাটের এই ভঙ্গিতে একটি ছবি পোস্ট করা হয়। ঐতিহাসিক এই জয়ের কারণে ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে অভিনন্দন বাংলাদেশের টাইগারদের। ’ হ্যাশট্যাগে ছিল ‘সালাম বাংলাদেশ; গো টাইগার’।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ে অউব্রের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বাবার মতোই স্যালুট করেছে সাকিব কন্যা। ছবির ক্যাপশনে শিশির লিখেছেন ‘যেমন বাবা, তেমন মেয়ে। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।