ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাইরেও ভালোর আশা বিসিবি সভাপতির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বাইরেও ভালোর আশা বিসিবি সভাপতির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২০১৫ সাল থেকে ঘরের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতে ওয়ানডেতে নিজেদের মাঠে পরাশক্তি হিসেবে জানান দিয়েছে আগেই।

এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে প্রমাণ করলো ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটেও বদলে গেছে বাংলাদেশ।

এবার পালা দেশের বাইরে প্রমাণ করার। সে সুযোগ আসছে সামনেই। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও মার্চে রয়েছে শ্রীলঙ্কা সফর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আশাবাদী এবার দেশের বাইরেও দাপুটে ক্রিকেট খেলবে বাংলাদেশ।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দেশের মাটিতে বাংলাদেশ দল হিসেবে প্রমাণ করেছে তারা টেস্টেও এখন যে কোনো দলকে হারাতে পারে। এবার আমাদের চ্যালেঞ্জ বাইরের দেশে ভালো করা। আমি আশাবাদী সামনে বিদেশের মাটিতেও বাংলাদেশ দল ভালো করবে। ’

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে দেখা গেছে অনেক তরুণ-নবীন ক্রিকেটারকে। এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘ভবিষ্যতের কথা চিন্তা করেই অনেক নতুন ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছে। দেখুন, একটা সময়ে যদি দলের সিনিয়র ক্রিকেটাররা অবসর নিতে শুরু করে তখন ক্রিকেটারের ঘাটতি দেখা দেবে। এজন্য যারা ভালো করছে, তাদের সুযোগ দিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে অনেকেই বেশ ভালো করছে। ’   

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।