ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্র্যাথওয়েটের ব্যাটে লিডের স্বপ্ন ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ব্র্যাথওয়েটের ব্যাটে লিডের স্বপ্ন ক্যারিবীয়দের ছবি:সংগৃহীত

ঢাকা: ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে চড়ে শারজাহ টেস্টে লিডের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের প্রথম ইনিংসে ২৮১ রানের পর দ্বিতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে ক্যারিবীয়রা।

৯৫ রানে অপরাজিত আছেন ব্র্যাথওয়েট।

আট উইকেট হারিয়ে ২৫৫ রানে দিন শুরু করা পাকিস্তান আরও ২৬ রান যোগ করে অলআউট হয়। পরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও উইকেটে অবিচল থাকেন ব্র্যাথওয়েট। রোস্টন চেজ ও শেন ডরউইচের সঙ্গে দুটি ভালো পার্টনারশিপ গড়েন। চেজের ব্যাট থেকে আসে ৫০ রান।

পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান মোহাম্মদ আমির ও ওহাব রিয়াজ। আর একটি করে উইকেট দখল করেন ইয়াসির শাহ ও জুলফিকার বাবর।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।