ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের প্রতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কৃতজ্ঞতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
বাংলাদেশের প্রতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কৃতজ্ঞতা

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে দারুণ একটি সিরিজের সমাপ্তি করলো বাংলাদেশ। আর এমন একটি সিরিজ খেলতে পেরে খুশি হয়েছে ইংলিশরাও।

বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্র্যাবস প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও দেশের সরকারকে।

টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ জিতে নেয় ইংল্যান্ড। তবে দুই ম্যাচের রোমাঞ্চকর টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে দু’দল। সেই সঙ্গে সফরকারীদের ভিআইপি নিরাপত্তা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসিবি চেয়ারম্যান।

গ্র্যাবস বলেন, ‘এখানে আমরা যে নিরাপত্তা পেয়েছি তা ছিল অসাধারণ। আমি মনে করি ক্রিকেট ম্যাচ আয়োজনে বাংলাদেশ নিরাপদ। এমন নিরাপত্তা দেওয়ার জন্য বিসিবি ও বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই। ’

এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে মাত্র ২২ রানের জন্য হেরে যায় বাংলাদেশ। তবে মিরপুর টেস্টে অ্যালিস্টার কুক বাহিনীকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিকরা। আর গ্র্যাবস জানান বাংলাদেশ ক্রিকেট প্রচুর উন্নতি করেছে। এছাড়া ভবিষ্যতে টাইগারদের বিপক্ষে আরও ম্যাচ খেলার চেষ্টা করবে তারা।

তিনি আরও বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ খু্বই শক্তিশালী দল। তারা ক্রিকেট অঙ্গনে প্রচুর উন্নতি করেছে। আমি আশাকরি তারা এই উন্নতির ধারাবাহিকতা ধরে রাখবে। আর এখানের দর্শকের উন্মাদনাও অসাধারণ। যদিও সামনে আমাদের ব্যস্ত সূচি তবে আমরা বাংলাদেশের বিপক্ষে আরও খেলার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।