ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

স্যামুয়েলসের ১০ ‘ডাক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
স্যামুয়েলসের ১০ ‘ডাক’ ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান শারজাহ টেস্টে পাকিস্তানের ২৮১ রানের জবাবে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সমর্থকদের হতাশই করেছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস।

১০ বল খেলে রানের খাতা না খুলেই ফেরেন সাজঘরে। তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন লেগস্পিনার ইয়াসির শাহ।

২০১১ সালের পর এ নিয়ে ১০ বার শূন্য রানে আউট হয়েছেন স্যামুয়েলস। যা টপঅর্ডার ব্যাটসম্যানদের (১-৭) মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ সময়ের মধ্যে নিউজিল্যান্ড তারকা রস টেইলরের দখলে সবচেয়ে বেশি ১২টি ‘ডাক’!

টেস্ট ক্যারিয়ারের এখন পর্যন্ত মোট ১৪ বার এমন ভুলে থাকার মতো মুহূর্তের সামনে পড়েছেন ৩৫ বছর বয়সী স্যামুয়েলস। ২০০০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল। তার আগে একই বছরের অক্টোবরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে।

টেস্ট ইতিহাসে অমর্যাদাকর ‘ডাক’ রেকর্ডের শীর্ষে ক্যারিবীয় বোলিং কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। খেলোয়াড়ী জীবনে তিনি মোট ৪৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন। অন্যদিকে, সবচেয়ে কম একবার করে ‘ডাক’র শিকার হয়েছেন ১১ জন। এ তালিকায় বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েসও আছেন। তবে সবচেয়ে বেশি ইনিংস (এখন  পর্যন্ত ৬২ ম্যাচে ১০৮ ইনিংস) খেলার সুবাদে সবার উপরে শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।