ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

চাপহীন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
চাপহীন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ

ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় যে কোনো দলেরই লক্ষ্য থাকে গেল আসরের ধারাবাহিকতায় পরের আসেরর শিরোপাটিও তারাই ধরে রাখবে। একদিকে সমর্থকদের প্রত্যাশা যেমন থাকে, তেমনি থাকে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরর প্রত্যাশাও।

সেই বিবেচনায় বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপরে চতুর্থ আসরেও শিরোপা জয়ের একটি বাড়তি চাপ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে থাকছেই।

কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মিজানুর রহমান বাবুল শিরোপা ধরে রাখার বিষয়টিকে চাপ হিসেবে নিতে চাইছেন না। বরং চাইছেন দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করেই এবারের আসরের শিরোপাটিও নিজেদের করে নিতে।

মঙ্গলবার (১ নভেম্বর) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, ‘অবশ্যই কোচ হিসেবে আমার উপরে চাপ বেশি। আর যারা প্লেয়ার আছে তাদের উপরেও চাপ বেশি। তবে এটা এমন কোনো ব্যাপার না। আমরা আমাদের পথে এগিয়ে যাব, চেষ্টা করবো শিরোপা ধরে রাখতে। যতটুকু আমাদের পরিকল্পনা আছে, যা আছে তা নিয়ে কাজ করে যাচ্ছি। ’

শিরোপা ধরে রাখার ব্যাপারে বাবুল দলের শক্তি হিসেবে দেখছেন দলের দেশি ও বিদেশি খেলোয়াড়দের উপস্থিতিকে। বাবুলের এমন ভাবনা নেহায়াত অমূলক নয়। কেননা দলটিতে দেশি খেলোয়াড়দের মধ্যে আছেন টাইগার ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত খেলা টাইগার ওপেনার ইমরুল কায়েস, ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে শতক হাঁকানো লিটন কুমার দাস, টাইগার পেসার মোহাম্মদ আল আমিন, নাজমুল হাসান শান্ত।

আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন শ্রীলঙ্কান নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, খালিদ লতিফ, শাহজীব হাসান, জেসন হোল্ডার, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম ও আসহার জাইদি। তাইতো এমন নির্ভার বাবুল।

‘স্থানীয় ক্রিকেটে সবাই ভালো করেছে, তা ছাড়া ওরা সবাই বয়সে তরুণ এবং বিদেশি যারা আমাদের দলে এসেছে সবাই সম্প্রতি ভালো পারফর্ম করেছে। সবাই খুব ভালো টাচে আছে, সেক্ষেত্রে যদি চিন্তা করি সবাই ভালো অবস্থানে আছে। এটাই মুল শক্তি। যেমন ইমরুল কায়েস খুব ভালো অবস্থানে আছে। লিটন, ইমাদ ওয়াশিম, জাইদি লোকাল ক্রিকেটে ভালো করেছে। এটা আমাদের দলের জন্য একট প্লাস পয়েন্ট। ’

দেশি-বিদেশি, অভিজ্ঞ, তরুণ ও প্রতিভাবান এসব খেলোয়াড়দের নিয়েই ০৪ নভেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী কিংসকে মোকাবেলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।