ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল দিয়ে ছন্দে ফিরবেন সৌম্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
বিপিএল দিয়ে ছন্দে ফিরবেন সৌম্য

ঢাকা: বহুদিন হয়ে গেল টাইগার ওপেনার সৌম্য সরকারের ব্যাটে রান নেই! রান যেন তার সাথে আড়ি পেতেছে। কোনভাবেই তার ব্যাটে ধরা দিচ্ছে না।

ফলে মাঠের লড়াইয়ে সৌম্য সৌম্যই থেকে যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল ১০ মাস পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে রান খরা কাটিয়ে স্বরূপে ফিরবেন সৌম্য। কিন্তু কিসের কী! সিরিজর তিন ওয়ানডেতে করেছেন মাত্র ৩১ রান। ফলে জায়গা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডের সেরা একাদশে।   
 
তবে রান খরায় আর থাকতে চাইছেন না সৌম্য। বিপিএলে রংপুর রাউডার্সের হয়ে খেলা এই হার্ডহিটার চাইছেন চতুর্থ আসর দিয়েই আপন ছন্দে ফিরতে। মঙ্গলবার (১ নভেম্বর) মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে তিনি রানে ফেরার আভাস দেন, ‘যত ম্যাচ খেলবো ভুলের সংখ্যাটা বাড়বে, সেখান থেকে ভুলের সংখ্যা কমার সুযোগটাও বেশি থাকে। কারণ ম্যাচ যত খেলবো তত বেশি অভিজ্ঞ হবো। টার্গেটতো সবসময় ভালো খেলার জন্যই থাকে। তো চেষ্টা করবো এখান থেকে নিজে নিজের সৌম্যকে আবার চেনার জন্য। ’

সৌম্য ছাড়াও রংপুর রাইডার্সের দেশি খেলোয়াড়দের মধ্যে আছেন আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান।

আর বিদেশিদের তালিকায় আছেন শহীদ  আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শানাকা, গিদরন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সাচিত্রা সেনানায়েক ও জিহান রুপাসিংহে।

দেশি ও বিদেশি প্লেয়ার হিসেবে সতীর্থ হিসেবে যারা দলে আছেন তাদের সমন্বয়ে এবারের বিপিএলে রংপুর ভাল কিছু করবে বলে আশা করছেন সৌম্য। তবে পাকিস্তানের হয়ে টেস্ট খেলতে শারজিল খান ও বাবর আজম দলের সাথে থেকে যাওয়ায় কিছুটা চিন্তিত মনে হলো তাকে।      
 
‘দল যেটা আছে অবশ্যই আশা করবো ভালো কিছু করার। আমাদের পাকিস্তানি দুইজন খেলোয়াড় ছিল শারজিল এবং বাবর আজম, এরা টেস্টে সুযোগ পেয়েছে। ওরা দুইজন থাকলে আমাদের জন্য খুব ভালো হতো। এখন যারা আছেন তারা যদি নিজেদের শতভাগ দিতে পারে এবং আমরা যদি আমাদের শতভাগ দিতে পারি অবশ্যই ভালো কিছু করা সম্ভব। ’

আগামী ৪ নভেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে রংপুর রাইডার্স।   
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।