ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের ব্যাটিং কোচ সামারাবীরাই থাকছেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
সাকিবদের ব্যাটিং কোচ সামারাবীরাই থাকছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ব্যাটিং কোচ থিলান সামারাবীরার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকছেন তিনি।

সামারাবীরা এ ভূমিকায় থাকতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। অবশ্য এখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি।

এক সাক্ষাৎকারে আকরাম খান বলেন, ‘সবাই তাকে (সামারাবীরা) নিয়ে ইতিবাচক। প্রধান কোচ তাকে চান এবং অন্যান্যরাও। এ নিয়ে তার কোনো দ্বিমত নেই। ’


গত সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব কাঁধে নেন সামারাবীরা। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজ শেষেই যার মেয়াদ শেষ হয়। কিন্তু সাবেক শ্রীলঙ্কান তারকাকে আরো দীর্ঘমেয়াদে চায় বিসিবি। আগামী সাত মাসে টাইগারদের নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের কোচিং স্টাফের অংশ হতে পারেন সামারাবীরা।

বোলিং কোচ হিথ স্ট্রিক ও সহকারী কোচ রুয়ান কালপাগে চলে যাওয়ার পর কোচিং স্টাফ পুনর্গঠন করা হয়। স্ট্রিকের স্থলাভিষিক্ত হন ওয়েস্ট ইন্ডিজ পেস কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন সামারাবীরা। যদিও একজন স্পিন বোলিং কোচ খুঁজছে বিসিবি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।